স্বাধীনতার ৪১ বছর পরেও বিজয় দিবসের ঠিক একদিন আগেই এই রকম খবর পড়তে কার ভালো লাগে...??
আর কত বছর আমাদের এইরকম হতাশাজনক খবর পড়ে বিষণ্ণ হৃদয়ে বিজয় দিবস পালনের প্রস্তুতি নিতে হবে.... ???
....... তবুও সবাইকে পাক হানাদার এবং তাদের বেজন্মা দোষর রাজাকারদের বিরুদ্ধে বীর বাঙ্গালীর মহান বিজয়ের অনন্য দিনটির গর্বিত শুভেচ্ছা!!!!!
বাংলাদেশের স্বাধীণতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা,বিরঙ্গনা মুক্তিযোদ্ধা এবং যুদ্ধে শহীদ সকল বীর বাঙ্গালীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মহান বিজয় দিবসের এই দিনে তাদের আত্মত্যাগ এবং সাহসিকতাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।
বাঙ্গালীর আজ একসাথে এক স্লোগান ধরা উচিৎ
"রাজাকার দে দৌর
রাজাকাররা সব দেশ ছেড়ে পালা...
এবার তোদের হিসেবের পালা
গলায় দিবো ফাশির মালা"
বাংলাদেশ দীর্ঘজীবী হোক
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




