আমি সময়ের অভাবে এবং ইন্টারনেট ব্যবহারের অপ্রতুলতার দরুন ব্লগে আসা হয় না। কিন্তু যখনই আসি অনেক কিছু পাই ব্লগ সাইটে। প্রতিদিনের নানা ঘটনা, নানা দুঃখ-সুখ, অজানা কথা নিয়ে হাজির হন এখানে। কিছু ফালতু বিষয় থাকলেও আমার বিচারে এ ব্লগ সাইটটি খুব ভালো।
বিশেষ করে এখানে জুয়েল ভাইয়ের তথ্যপ্রযুক্তি বিষয়ক পোস্টসমূহ, কৌশিকদার রাজনীতি নানা বিষয়ক পোস্ট ইত্যাদি জনের পোস্টসমূহ আমার ভালো লাগে। আমিও ব্লগে লিখতে চাই, শিখতে চাই, কিন্তু জ্ঞান স্বল্প। তাই ভয় হয় আমার পোস্ট নিয়ে আমাকে হেয় করা হয় তবে আমি আরো বেশি অন্ধকারে নিমজ্জত হয়ে যাবো।
[গাঢ়]যাহোক, একটি বিষয়ে বিনীত অনুরোধ, আশা করি আপনাদের থেকে সহায়তা পাবো[/গাঢ়]।
তাহলো, আমি ইংরেজিতে খুব দুর্বল, পড়তে পারি ও কিছু বুঝিও । কিন্তু কথা বলতে পারি না। ইংরেজি সহজে কথা বলার জন্য কি কি করতে হবে কেউ কি আমায় একটু সহায়তা করবেন। যদি করেন তবে বিশেষ উপকৃত হবো।
ধন্যবাদ ব্লগ ইউজারদের।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



