বাংলাদেশে বর্তমানে এমন কোন ভিসিডি, ডিভিডির দোকান নেই যেখানে পর্ণ সিডি বিক্রয় হয় না। বেশীরভাগ দোকানে অবাধে বিক্রয় ও ভাড়া করা হয়। শহর, গ্রামে সব খানেই ছরিয়ে পরেছে এই সিডি।এই পর্ণ সিডির প্রধান ক্রেতা কিশোর, তরুন, ও যুবক।
ইন্টারনেট বিকাশের সাথে সাথে এর ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা সৃষ্টি না করা বিশেষ করে পর্ণগ্রাফি। বিশ্বব্যপি এক গবেষনায় দেখা গেছে নারীদের তুলনায় পুরুষরা বেশী পর্ণগ্রাফি সাইট ভিজিট করেন।এই ভিজিটরের তালিকায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত রয়েছে!
এই চরম অশ্লীলতার প্রভাবে সমাজে ব্যভিচার, ধর্ষন, নারীর প্রতি সহিংস আচরন আনেক বেড়ে গেছে। অশ্লীলতার প্রভাবে পুরুষদের নারীর প্রতি আশ্লীল কাম ভাব তৈরী হচ্ছে। যার প্রভাবে তরুন প্রজন্ম চরম যৌন ক্ষুধায় ভুগছে। এই ক্ষুধা মিটাতে কেউ পতিতালয়, ব্যভিচার এমনকি ধর্ষনের মত ঘটনা ঘটছে। হাতের পাচ আঙ্গুল যেমন সমান নয় তেমনি সকলে এক রকম নয়। যারা সঙ্জত হতে পারে না তাদের হাতেই নারীরা বলী হচ্ছে। কেউ কেউ শিশুদিয়ে তাদের যৌন ক্ষুধা মিটাচ্ছে কারন তাদের বধ করা সহজ। এক গবেষনায় দেখা গেছে ধর্ষনকারীর বেশীর ভাগ আবিবাহিত।
আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। অথচ শিশুরা আজ বড় হচ্ছে অশ্লীল পবিবেশে। কম্পিউটার গেমে নারীর অশ্লীল চরিএ শিশুর মনে নারীর প্রতি অশ্লীল মনোভাব তৈরী করে। সব গেম সবার জন্য নয় এটি গেমের কাভারে লেখা থাকে যেমন ১২+, ১৩+, ১৬+ মানে এই গেম ১২, ১৩, ১৬ বছর কম বয়সিদের জন্য নয়। আমাদের দেশের বাবা, মা’রা এই বিষয়ে অসচেতনার কারনে শিশুদের মধ্যে ভায়োলেন্স মনোভাবও তৈরী হচ্ছে। এই একই বিষয় মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্জ্য। শিশুরা যদি নারীর প্রতি অশ্লীল মনোভাব নিয়ে বড় হয় তবে তার দ্বারা আনেক অশ্লীল কর্মকান্ড ঘটার সম্ভনা থাকে।
আমাদের দেশে পর্ণ সিডি বাজারজাত সম্পুর্ন নিষিদ্ধ। পুলিশ বাহীনিকে এ ব্যপারে কঠোর পদক্ষেপ নিতে হবে।বিটিআরসি কে অবশ্যই পর্ণগ্রাফি ওয়েব সাইট বন্ধ করতে হবে। youtube বন্ধ করতে পারলে পর্ণ সাইটও বন্ধ করা সম্ভব।
আজ সমাজে মানুষের মাঝে নৈতিক মুল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। শিশুকাল থেকে ছোটরা হোম ওয়ার্ক আর স্কুলের পরা নিয়ে এত ব্যস্ত যে ধর্মিয় শিক্ষা পাচ্ছে না। ইসলাম হল পুর্নাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় মহান আল্লাহ আমাদের ভাল মন্দের পার্থক্য দেখিয়েছেন। আমাদের দেশে জেনারেল শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা পরিপূর্ন ভাবে না থাকায় শিক্ষার্থিরা উচ্চ শিক্ষা নিয়ে বের হলেও সঠিক ভাবে ইসলামের বিধি বিধান, নামাজ, কোরআন তেলায়াত করতে পারে না। নামাজের জন্য সঠিক ভাবে কোরআন তেলায়াত ফরজ। আল্লাহ পবিএ কোরআন এ বলেছেন- নামাজ যাবতিয় অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সুরা আনকাবুত।
পরিশেষে বলব লেখাটি খুব সংক্ষেপে তুলে ধরা হল কারন বিস্তারিত লেখতে কয়েক পেজ লাগবে। আরও কিছু বিষয় আছে যা ইনশাআল্লাহ্ ধারাবাহিক ভাবে দিতে চেষ্টা করব। ধর্ষনের শাস্তি ইসলামিক আইন এ প্রকাশ্যে দিতে হবে।
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।