*তখন নতুন স্কুলে ভর্তি হয়েছে আমার ছোটভাই। স্কুলে যায়, এ, বি, সি, ডি শেখা শেষ। এরপর শব্দ শিখছে। বাসায় আব্বুর একদিন অসুখ করেছিলো, আম্মুকে বললো হিসটাসিন(histasin) দিতে। ছোটভাই শুনেছিল সে কথা। আরেকদিন আপুর ওসুখ করলো, আম্মুর কাছে আপু গিয়ে জিজ্ঞেস করলো কি ওষুধ খাবে। ছোটভাই বললো, হারটাসিন(hertasin) খেয়ে নাও, ভাল হয়ে যাবে।
*তখন মাত্র গ্রাম থেকে শহরে এসেছিলাম, আমাদের দেশের বাড়ীতে আঞ্চলিক ভাষায় লবঙ্কে বলা হতো নুন। শহরে এসে আম্মু সব আঞ্চলিক শব্দের ব্যাবহার বাতিল করলো। বাসায় এক মৌলভি স্যার আমাদের আরবি শেখাতেন। তার কাছে পাঠ নিচ্ছিলো ছোট ভাই। হুউর বলেন আলিফ, ভাই বলে আলিফ। হুজুর বলেন বা, ভাই বলে বা। এভাবেই চলছিলো। শেষের দিকে এসে হুজুর বলেন নুন, আমার ভাই আর বলে না কিছু। অনেক চিন্তা করে বল্লো লবন। হুজুর বলেন, আরে লবন না, বলো নুন। ভাই বলে লবন। আমার ভাইকে সেদিন আর নুন বলাতে পারেননি হুজুর স্যার।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



