মন ভাল নেই, বারে বারে মনে হয়
তুমি পাশে নেই
ভাবি দূর ছাই, কেন কাটেনা সময়
সাতটি রঙ্গে তোমাকে খুজে বেড়ায়,
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়।
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই, ভালবাসি তোমায় এতটা.........(২)
তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়,
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়
তোমার জন্যে বেদনায় গান লিখেছি,
বুকে সব স্মৃতিগুলো এক করে সুর বেধেছি।
মনে একটাই সুখ আমাকেও খুব ভালবাস তুমি তাই, ভালবাসি তোমায় এতটা।
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই, ভালবাসি তোমায় এতটা......
জানি তুমি ভাল নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছ আমাকে না দেখে...
কতদিন দেখিনি তোমার মুখখানি,
ক্ষণিকের জন্যে থাকো আজ যেখানে
ফিরে তুমি আসবেই আবার এই জীবনে কারন
ভালবাস আমায় এতটা...
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই, ভালবাসি তোমায় এতটা......
এইখানে ভিডিওটির লিঙ্ক দিলাম...
http://www.youtube.com/watch?v=SKWiYbruShQ
আগের আরেকটি হোম রেকর্ডিং......
ছোটভাইয়ের সাথে একটি হোম রেকর্ডিং.........ফ্রে এর নেভার সে নেভার গানটি..........
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



