Samsung Galaxy Ace Rooting Problem....
এই নামে পূর্বে একটা পোস্ট দিছিলাম। ভালোই হেল্প করেছিলেন আপনার। কিন্তু দুঃখের সহিত জানানো যাচ্ছে যে তখন সেট রুট হয় নাই।
কিন্তু অবশেষে করলাম রুটিং। অর্থাৎ রুটি বেলে খাইয়ে দিলাম . Samsung কি মনে করছে? অরা সেটিং করে রাখব আর আমার root করতে পারব না। আরে Samsung, আমরা বাংলাদেশি। বাংলাদেশিরা পারে না এমন কোনো কাজ নেই। তাই অবশেষে Samsung কে টিক্কা দিয়া করেই ফেললাম Samsung Galaxy Ace GT-S5830 সেটটি Root.
ঘটনাঃ
আজকে জিদ চেপে গেল সেট যেম্নেই হক রুট করব। কিন্তু youtube এ বহুত খোজাখুজি করে পাইলাম না। কিন্তু একটা ভিডিও পেলাম যেখানে Galaxy ace এ Custom Rom ইন্সটল করে দেখানো হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে Custom Rom install করতে সেট এ ফ্যাক্টরি ডাটা, ক্যাশে ওয়াইপ করতে হবে। তো আমার মাথায় কুবুদ্ধি আসলো যে মনে হয় রুট করতে হলেও একই কাজ করতে হবে। তো যেই ভাবা সেই কাজ। দিলাম সব ডাটা রিমুভ করে। কাজের কাজ তো হলই না, বরং সেট আর ওপেন হয় না। খালি ওয়েলকাম স্ক্রিন দেখায়। প্রায় আধাঘন্টা দেখার পর বুঝলাম সেট গেছে :'( :'(
তখন আবার গুগোলিং করে পাইলাম এই ভিডিও গাইড। Dialandroid: New Myth ACE ICS ROM Installation & Video Review
ব্যাস! শুরু করে দিলাম কাজ। Clockwork recovery mod 5.0 আগেই ইন্সটল করা ছিল। myth.zip নামাইয়া ফেললাম। SD card এ যিপ ফাইল নিয়ে সেট CWRM এ চালু করে আবার সব ডাটা ওয়াইপ করে ইন্সটল করলাম myth.zip। পুরা ইন্সটলেশন কমপ্লিট হতে মাত্র লাগল ২০ মিনিট। ব্যাস আমার সেট ICS (Ice cream sandwich) এ আপগ্রেড হয়ে গেল। পরে অন করে দেখি রুট ও হয়ে গেছে। কিযে মজা লাগছে। বাংলাও ফুল সাপরটেড। সামু সুন্দর মত দেখা যায়।
ভালো থাকবেন সবাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




