যখন কুড়ানোর অবশিষ্ট কিছুই থাকে না
প্রণাম নিও হে পাতার প্রভাব। একটু সবুজ রেখে দিও
আমার জন্য। রাঙাতে চাই । রঙিন হতে চাই , নিজেও
এই জলক্যাম্পে ; এই উনুন উপত্যকায়। বিষ্ণুপ্রিয়ার মুখ
দেখে, চিনে নিতে চাই কুড়িয়ে রাখা শেষস্মৃতি। আবার জয়
হবে, আবার নুয়ে পড়া লতাগুল্মে সূর্যও দেখবে নিজের মুখ-
সেই ভাবনা জিইয়ে রেখে হতে চাই খসড়া স্বপ্নের প্রত্নস্বাপ্নিক।
যখন কুড়ানোর অবশিষ্ট ছিল না কিছুই , তখন তুমিই ছিলে
আমার সংগ্রহে , হে পাতা - হে পৃষ্টার প্রদীপ। তাই আজ তুমিই
আলো দাও। অন্ধ হবার আগে, আমি আবার দেখি। দেখে যাই
এই যন্ত্র ও যন্ত্রণার ছাপচিত্র। আমার গড়ে তোলা অগ্নিঅনুকূলে ।
ফকির ইলিয়াস
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



