আজ নাকি ফাদারস্ ডে...। আমার আব্বু আমার সবচেয়ে কাছের বন্ধু.।
আজ সকালে বাবাকে ফাদারস্ ডের শুভেচ্ছি জানালাম চোখের জল দিয়ে.।
আমার বাবা মারা গেছেন গত ১২ইফেব্রুয়ারী। মারা যাবার আগে আব্বু আমার হাত ধরে বলেছিলো..."আব্বু আমার দায়িত্ব ছিলো তোমাকে বিয়ে দিয়ে যাওয়া... আমি পারলাম না...। তুমি আমার উপর রাগ কোরো না..।" ১১তারিখ রাতে আব্ব্ু আমাকে বলেছিলো...
"টফি আব্বা.. এখন আমি মারা গেলে তো তোমাদের জানাজা আয়োজন করতে কষ্ট হবে.., তাই না..?"
পরদিন সকালেই আব্বু মারা যান.. মৃত্যুর শেষ মূহুর্ত ও বাবা তাকিয়ে ছিলেন তার দুই ছেলের দিকে...।
আজ আব্বু এতো দূরে... কোনো ফুল সেখানে পৌছাবে না... কোনো কার্ড সেখিনে পৌছাবে না... আব্বুর জণ্য দোয়া ছাড়া তো আর কিছুই পাঠাবার নে । আজ তাই আমি রোযা...। আল্লাহ আমার বাবাকে ভালো রেখো....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



