তোমরা মাস্তি করো নোনতা জলের নষ্ট হাওয়ায়..
উড়ে বেড়াও দিগণ্তে...
কাটাও জীবন অর্থহীন উদ্দেশ্য চাষাবাদে...।।
তোমরা ঘুড়ে বেড়াও নর ও নারী একত্রে...
রাত বিরাতে সময় আর অসময়ে..
তবু তোমাদের সব কিছুই সাদা..
তবু তোমরা উড়তে পারো..
তবু তোমরা আমার ডানা ভাংগো..
তবু তোমরা আমার সপ্ন গুলো নিয়ে খেলো কাটাকুটি খেলা..
তবু তোমরা আমার ছোট্টো সংসারে ছোরো নোংরা কাদা....
আর তবু তোমার সবটুকটুই সাদা...
আর তবু আমার যা কিছু তাই কালো......।।
তোমরা মাস্তি করো নোনতা জলের নষ্ট হাওয়ায়..
আর আমাকে সেখাও বাল্য শিক্ষার মিস্টি বচন....???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



