ঢাকা গ্ল্যাডিয়েটরস এর বাইরে অন্য কোনও দলের সাপোর্ট করি না।। গতকাল রাজশাহী Vs সিলেটের খেলা দেখতেছিলাম... তামিমের কারনে স্বাভাবিকতই এই দুই দলের খেলার মাঝে রাজশাহীর সাপোর্ট করতেছিলাম..।
সিলেটের ব্যাটিঙের সময় যখন দেখলাম সিলেটের শোচনীয় অবস্থা তখন দেখি বারবার 'উনারে' ক্যামেরায় দেখাইতেছে খুব টেনশিত আর মন খারাপ অবস্থায়... দেইখা ক্যান জানি আমারও মনটাও খারাপ হইতে লাগলো।
আবার কিছুক্ষণ পর যখন দেখলাম সিলেটের ভালো অবস্থা ৪/৬ মারতেছে, 'উনারে' তখন আবার একটু হাসিখুশি অবস্থায় দেখা গেলো, আমার মনটাও আবার খুশি হইয়া গেলো।।
এভাবেই সিলেটের জয়ের মধ্য দিয়ে খেলা শেষ হলো।।
আর আমি বুঝতে পারলাম, ওই খেলায় আমি নিজের অজান্তেই রাজশাহী থেকে সিলেটের সাপোর্ট করা শুরু করছি।।
কিন্তু এইটা বুঝতে পারলাম না, আমি আসলে সিলেটের খেলা দেইখা সিলেটের সাপোর্ট করা শুরু করছিলাম? নাকি অন্য কোনও কারনে।। :/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




