রাতের নিস্তব্ধতায় যখন একলা আমি হারিয়ে যাই....
তখন এক টুকরো আঁধার আমায় আলতো করে ছোঁয় ।
সেই স্পর্শ আমায় জানিয়ে দেয়.............
একা তো নই, কেউ কখনও একা তো নয়,
মাঝে মাঝে অবুঝ মনে একা-একা ভাব শুধু হয় ।
আলো-ছায়া জ্যোৎস্না-মায়া মেঘ-রৌদ্র বৃষ্টি-হাওয়া
সারাক্ষন-ই সঙ্গি সবার..........
উপায় কোথায় একলা হবার....(!)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



