বিটোফেনে ডুবে যাবার আগে মনে রেখো, যা প্রত্যক্ষ নয়, তাকে ভালোবেসে নিঃস্ব হয়েছে অনেকেই
মনে রেখো এল ডোরেডো, মনে রেখো সেই গোল্ডরাশ, মনে রেখো সিবোলা, কুইভিরা, পিরি- স্বর্ণতৃষায় দেশান্তরী মানুষ কতো হারিয়েছে অনিশ্চয়ে। অলীক প্রত্যাশার ভস্ম থেকে উঠে এসে কিংকর্তব্যবিমূঢ় ফিনিক্স আবার মিলিয়েছে ভস্মে
কবিতাহীন মধ্যাহ্ন প্রশ্রয় দাও বরং। ম্লান সন্ধ্যায় পা রাখো বারিস্তায়। মুমূর্ষু শহরের ডাউনট্রেন্ড লক্ষ্য করতে করতে কাপুচিনোতে চুমুক দাও মৃদু
এবং ভুলে যাও পৃথিবীর তাবৎ কাউন্টেসা ওয়েলিটা গুইচ্চিআরদির কথা। এবং ভাবো মাথার ভেতর অবিরাম নেচে যাচ্ছে পিয়ানো, নাচছে সোনাটা নাম্বার ফোরটিন ইন সি সার্প মাইনর, নাচছে নাচছে আর নাচছে কোয়াসি ইন ফানটাসিয়া
ছবি এবং ভিডিও: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৪