সুতো কাটা ঘুড়ি ঊর্ধ্ব গগণে উড়ছে
কখনো রৌদ্রে দেহ মন তার পুড়ছে
কখনো বাতাস মেঘজল মেখে হাসছে
সুতো কাটা ঘুড়ি দুঃখবিলাসে ভাসছে
সুতো কাটা ঘুড়ি খুঁজছে রঙিন লগ্ন
সুতো কাটা ঘুড়ি আপন খেয়ালে মগ্ন
ঘুড়ি তাই মোটে পারে না কখনো জানতে
নিঃস্ব নাটাই পড়ে আছে কোন প্রান্তে?
নাটাই, নাটাই, কোথায় তুমি? কী করছো?
সিঁড়িঘরে শুয়ে বেদনার লিপি পড়ছো?
সিঁড়িঘরে বুঝি ধুলো খুব? বায়ু নিশ্চল?
ভীষণ আঁধার? সিঁড়িঘর, হতবিহ্বল?
থাকগে নাটাই, ঘুড়ি গেছে যাক, যাকগে;
কী করে এড়াবে যা আছে তোমার ভাগ্যে?
নিজেকে লুকাও সংযত মন্তব্যে
উড়ে যাক ঘুড়ি তার নিজ গন্তব্যে-
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১