চোক্ষের দেখা হইল নারে
বন্ধুয়ার চিবুকে তিল
সুর বান্ধিলাম বিনা অন্ত্যমিল
হইল নারে দেখা কেমন কইরা পরানবন্ধুয়ায়
স্বর্ণলতায় জড়াইয়া কেশ গহীন নীলে ভাইস্যা যায়
ভাইস্যা যায় রে ভাইস্যা যায় রে
যেমন ভাসে মেঘমিছিল
সুর বান্ধিলাম বিনা অন্ত্যমিল
হইল নারে দেখা কেমন কইরা পরানবন্ধুয়ায়
ভ্রু-পল্লবে মাইখ্যা কাজল দূর আসমানে উইড়া যায়
উইড়া যায় রে উইড়া যায় রে
যেমন ওড়ে শঙ্খচিল
সুর বান্ধিলাম বিনা অন্ত্যমিল
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮