কেউ জানাইবেন?
সব বইয়ে উল্টাপাল্টা পাইতেসি।
স্কুলকেলাসের বইয়ে লেখসে মক্কাবাসীদের বাণিজ্য কাফেলা লুট করা হৈসিল।
মক্কাবাসীরা জানত না, আচমকা হামলাটা হয়, সেইটাও ওইখানে লেখসে।
বিদেশী বইয়ে লেখসে এইটার কারণে মক্কাবাসীরা ক্ষেইপা ওহুদের যুদ্ধে নামে। এমনিতে নাকি তারা খুশিই হৈসিল নবি মদীনায় যাওনে। কারণ ওরা তখন শান্তিতে মক্কায় আইয়ামে জাহেলিয়াত চালাইতেসিল।
(ভাই রিফুট টিফুট কইরেন না কেউ। ইতিহাস জানা থাকলে কন, নাইলে নাই।)
অপবাকরে উসিলা কইরা এই ধর্মীয় ইতিহাস চর্চা যদি শুরু হয়, সেই কারণে যদি নির্বোধটারে একটু মাফ করা যায়। না করলেও নাই। গোল্লায় যাউক অপবাক। আসেন, আম্রা ইতিহাস চর্চা করি। অলস ছেলে, গেল কই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


