আমি লিখেছিলাম তোমায় নিয়ে অনেক কবিতা
কবে যেন মুছে গেছে আমার হৃদয় থেকে সবই তা...!
কেন এত দুঃখ দিলে তুমি আমায়?
এ মনের ব্যথা সারাক্ষণ আমাকে কাঁদায়...!
তুমি চলে যাবে আমায় ছেড়ে আগেই বললে না কেন?
এই নাটক/অভিনয় শুধুই মিছে হেন...!!!
আমার মন নিয়ে এই খেলা না খেললেও পারতে
তোমার সাথে যদি এমন হতো তুমি কি মানতে...???
চলে গেছ আমায় ছেড়ে ফিরবে না কভু
ভাল থেক বন্ধু, তোমায় ভাল যেন রাখে প্রভু...!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



