অনেক দিন আগে নিন্মের এই বিষয়গুলি লিখেছিলাম... হয়ত নতুন ব্লগার ভাই ও বোনেরা লক্ষ লক্ষ পোষ্টের ভীড়ে আমার এই পোষ্টটি দেখার সুযোগ পাননি তাদের জন্য আবারও................
১. আপনার সামনে কেউ মোবাইল নিয়ে খেলছে কিনা ভাল করে দেখুন, নইলে কখন যে আপনার ছবি/ভিড়িও তুলবে আপনি টেরও পাবেন না।
২. বউ/পরিবার-পরিজন নিয়ে কোন আবাসিক হোটেলে থাকতে চাইলে ভাল করে রুম চেক করে দেখবেন কোথাও ক্যামেরা আছে কিনা বিশেষ করে টয়লেটে।
৩. আপনজন ছাড়া কাউকে নিজের ভিড়িও চিত্র/ছবি তুলতে দিবেন না।
৪. নেটে চ্যাট করলে নিজের আবেগকে কন্ট্রোল রাখবেন।
৫. অন লাইন প্রেম থেকে সাবধান থাকবেন, বিশেষ করে মেয়েরা।
৬. পার্কে বসে আড্ডা দেবার সময় খেয়াল রাখবেন কেউ মোবাইল থেকে ভিড়িও করছে কি না, করলেও আপনি দেখতে পাবেন না কারন জুম ক্যামেরা দিয়ে অনেক দুর থেকে ভিড়িও ধারন করা যায়। তাই হিসেব করে পথ চলুন।
৭. সাবধানতা অবলম্বন না করলে আপনরা ছবি/বা ভিড়িও অনলাইনে চলে আসতে পারে কারন অনেকে আরেকজনকে হেয় করার জন্য কাজটি করে আসছে।
৮. বিয়ের অনুষ্টানে যে কেউ আপনার ছবি তুলতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন।
৯. ফেইসবুকে অপরিচিত কাউতে এড করবেন না..কারন অনেক দুষ্ট চক্র আপনার ছবিগুলো অন্যত্র আদান-প্রদান করতে পারে।
১০. ফেইস বুকে অনেকে মেয়ের ছবি ও নিক ব্যবহার করে প্রতারনা করে আসছে.. তাই সঠিক ও ভাল ব্ন্ধু খুজতে সতকর্তা অবলম্বন করুন।
সবাইকে ২০১০ সালের অগ্রীম শুভেচ্ছা ও সালাম রইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




