মসজিদুন্ নববীর অযূখানা ও সৌচাগা (বাইরে থেকে)। সমতল থেকে নীচের দিকে মোট চার স্তরে সাজানো হয়েছে। সাধারণ সিঁড়ির পাশাপাশি বৈদ্যুতিক সিঁড়িও রাখা হয়েছে প্রতি দু'স্তরের জন্য। এই একই সিঁড়ি দিয়ে সমতল থেকে নীচের দিককার দু'স্তরের গাড়ী রাখার জায়গায়ও যাওয়া যায়। ছবিটি নেয়া হয়েছে 1428/2007 এর কখনো।
ছবি লিংক।
হাদীস:
উত্তম অযূ গোনাহসমূহ মিটিয়ে দেয়
উসমান বিন আফফান রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"যে ব্যক্তি সুন্দরভাবে অযূ করবে তার শরীর থেকে গোনাহ্সমূহ বেরিয়ে যাবে, এমনকি তার নখের নীচ থেকেও বের হয়ে যাবে।"
[মুসলিম: ২৪৫]
হাদীস লিংক।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



