প্রশ্নঃ ইসলাম আমাদের কি শিক্ষা দেয়?
উত্তরঃ শান্তির, সৌহার্দ্যের।
প্রশ্নঃ রোযা আমাদের কি শিক্ষা দেয়?
উত্তরঃ সত্যের, সুন্দরের, সংযমের।
প্রশ্নঃ রোযার শিক্ষা কি এক মাসের?
উত্তরঃ নাহ, রোযার শিক্ষা সারা বছরের। ১ মাস প্র্যাকটিস, সারা বছর তার বাস্তবায়ন।
সবাই বলেন, আলহামদুলিল্লাহ।
প্রশ্নঃ আমাদের দেশে কারা ইসলামের ঝান্ডা ওড়ায়?
উত্তরঃ বিএনপি, জামাত।
সবাই বলেন, মাশাআল্লাহ।
প্রশ্নঃ রোযার একমাস উনারা কি করছেন?
উত্তরঃ শান্তি বজায় রাখছেন আর ইফতার পার্টি আয়োজন করছেন।
সবাই বলেন, সুবহানআল্লাহ।
প্রশ্নঃ তাহলে রোযার শিক্ষানুযায়ী উহারা এখন সারা বছর কি করবেন?
উত্তরঃ শান্তি বজায় রাখবেন, ইফতারের আয়োজন করবেন।
সবাই বলেন, মারহাবা, মারহাবা!
প্রশ্নঃ আন্দোলন করবেন?
উত্তরঃ না না!
সবাই বলেন, বাহ বাহ!!
শামীম আহমেদ
৩১ জুলাই ২০১৪
https://www.facebook.com/shamimahmedjitu

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




