আমার সবচেয়ে কাছের বন্ধুর জন্য আগামী ১ সপ্তাহ খুব কষ্টের যাবে। আমি জানি। সেও জানে। কিন্তু এ কষ্ট থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে ও যেমন জানে না, আমিও জানি না কিভাবে ওকে এই কষ্টের থেকে বের করে আনবো। আপনারা কি কেউ বলবেন কিভাবে ওকে এই কষ্ট ভূলিয়ে রাখবো? কিন্তু আপনাদের এই ব্যপারটা জানানোর আগে ওর নামটা জানানো দরকার। কিন্তু আসল নাম তো কিছু ব্যক্তিগত কারণে বলা যাবে না। ওর একটা প্রতীকী নাম দিতে হবে...প্রতীক...হ্যাঁ... ধরে নেই প্রতীক হল আমার বন্ধুর নাম।
জীবনে প্রথম বারের মত একটি মেয়েকে প্রতীক ভালবেসেছে মন দিয়ে। একটি মেয়ে, যার ব্যপারে ও সব দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে জোর গলায় বলতে পেরেছিল আমার কাছে, "হ্যাঁ, আমি ওকে ভালবাসি।" ধরে নেই মেয়েটির নাম নুসরাত। কিন্তু অন্য অনেক ব্যাপারের মতই এবারও প্রতীক ওর আকাঙ্খিত মানুষটাকে পেল না। নুসরাত আগে থেকেই অন্য একজনকে ভালবাসে। কিন্তু নুসরাতের মনের মানুষ পার্থ ভাল মানুষ ন্য়। অত্যন্ত স্বার্থপর ও কুটিল মন মানসিকতার এই মানুষটিকে আমরা খুব অপছন্দ করি। নুসরাত নিজেও কিছুটা জানে যে পার্থ কি ধরনের। তারপরও কেন ও এই মানুষটাকে সহ্য করছে তা ওই জানে।
প্রতীককে অনেকবার বলেছি যে নুসরাতকে বলে দিতে ওর মনের কথা। কিন্তু বলেনি ও। হয়তো চায়েনি নুসরাতের বন্ধুত্ব হারাতে। খালি এসে এসে কেঁদেছে আমার আর নিবিড়ের কাছে (বাহ্যিক ভাবে নয়, কিন্তু ওর মন কেঁদেছে, আমি জানি)। কিন্তু আজ একি শুনলাম? কেন এই ঘটনা এত তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে?
সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে অনেক গুলা মিসকল। রাতে প্রতীক অনেকবার কল করেছে আমাকে। কল ব্যাক করলাম ওকে। ও আমাকে রিকোয়েস্ট করলো ওর সাথে দেখা করতে। করলাম। কিন্তু ও আমাকে যা শোনালো তা আমি এখন অন্তত আশা করিনি।
আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) নুসরাতের বিয়ে। সে পার্থকে কোর্ট-ম্যারেজ করতে যাচ্ছে। কারনটা আমার কাছে অতি তুচ্ছ মনে হল। সে এখনি বিয়ে করতে যাচ্ছে কারণ পরে যদি ওর পরিবার থেকে পার্থকে মেনে না নেয়...
আমি প্রতীককে কি বলে সান্তনা দিব? ওর চোখের পানি কিভাবে আটকাবো? কিছুই বুঝিনা। ও অ্যাকুরিয়ামের মাছ খুব পছন্দ করে দেখে আজ ওকে ২ জোড়া গোল্ডফিশ কিনে দিলাম। আপাতত সারা বিকাল ও এই নিয়ে আর ওর ভার্সিটির পড়া আর ইন্টারনেটের কাজ নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু রাতে? রাত হলেই তো কান্না ওকে জেঁকে বসবে। তখন কিভাবে ওকে সান্তনা দেব আমি?
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



