গতকাল ছিল অমর একুশে ফেব্রুয়ারী। ১৯৫২ সালের ৮ই ফাল্গুনে ছাত্র জনতা ঢাকার রাজপথে নেমেছিল রাষ্ট্রভাষার অধিকারের দাবী নিয়ে । অধিকার আদায়ের সেই লড়াইয়ে ঘাতকের গুলিতে যারা প্রান হারিয়েছিল ,একুশে ফেব্রুয়ারী জাতির সেই বীর সন্তানদের স্মরণের দিন।আমাদের তারুন্যে কাক ডাকা ভোরে আমরা খালি পায়ে প্রভাত ফেরীতে অংশ নিতাম দেশের প্রতি, ভাষার প্রতি এবং ভাষা সৈনিকদের আত্মত্যগের প্রতি সম্মান জানাতে। ভাষা আন্দোলনের প্রক্ষাপটে লেখা জহির রায়হানের ''আরেক ফাল্গুন' আমাদের তরুন প্রজন্মকে একুশের চেতনাকে ধারন করতে শিখিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে এবং ভাষা আন্দোলনের মর্মার্থ অনুধাবন করে শিখিয়েছে।
বর্তমান কালের ২১ শে ফেব্রুয়ারী উদযাপন একুশের চেতনার কমামাত্র মূল্যবোধ ধারন করে না। ২১ শে ফেব্রুয়ারী এখন একটি উৎসব। সেই উৎসবে যোগদান করতে হয় সাদা কাল পোষাক পরিধান করে।আমাদের তারুন্যে কখনও দেখিনি সবাইকে সাদা কাল পোষাক পড়ে প্রভাত ফেরীতে অংশ নিতে। ২১ শে ফেব্রুয়ারীতে যে সাদা কাল পোশাক পরিধান করতে হয় তা মনেহয় ফেসবুক আবিষ্কৃত না হলে আমাদের জানাই হত না! এখন ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে ডিজাইনার শারী, পাঞ্জাবী বিক্রি হয়। কে কত দামী, সুন্দর এবং অভিনব ডিজাইনের সাদা কাল পোষাক পড়বে তা নিয়ে চলে নিরব প্রতিযোগিতাও। একুশ যেন সাদা কাল ফ্যশন শো আয়োজনের এক দিবস!
একুশের সাদা কাল উৎসব আয়োজন করতে প্রয়োজন শহীদ মিনার। মুল শহীদ মিনারে যাওয়াতো আর সবার পক্ষে সম্ভব হয় না। তাই এখন দেশে বিদেশে সব জায়গায় প্রতিকী শহীদ মিনার বানানো হয়। সবাই হাতে ফুল নিয়ে সেজে গুজে প্রতিকী শহীদ মিনারে গিয়ে '' আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী'' গান গায় সম্মিলিতভাবে, গান এর পর্ব শেষ হলে শুরু হয় সেলফি প্রতিযোগিতা। দিন শেষ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্টানোর মাধ্যমে। তবে খালি সাদা কাল পোষাক পরিহিত ছবি পোস্ট করলে ভাল দেখায় না। তাই ছবির সাথে দরকার যুতসই একটা স্ট্যটাস। কি লিখবেন খুজে পাছেন না ? তাহলে আপনারা এই view this link ) এ গিয়ে দখতে পারেন। মহান একুশে ফেব্রুয়ারি উক্তি আপনারা বিভিন্ন জায়গায় শুনেন। কিন্তু সেগুলো তো আর সব সময় মনে থাকে না। উপড়ের লিংকে আপনারা একুশে ফেব্রুয়ারি ছন্দ উক্তি এবং যুতসই ক্যাপশন খুঁজে পাবেন!!
এভাবেই বছরের পর বছর ধরে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারী উৎসব !!!