বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।
মার্কিন প্রশাসন এখন দেখবে নির্বাচন ঘনিয়ে এলে বাংলাদেশে কী ঘটে-কুগেলম্যান ।
মার্কিন যুক্তরাস্ট্রের এহেন বক্তব্যে বাংলাদেশে রাজনৈতিক দলের সমর্থকরা দুই প্রকারের বক্তব্য দিচ্ছে। আওয়ামীপন্থীরা যুক্তরাস্ট্রের এই পদক্ষেপকে '' আমাদের স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে , আভ্যন্তরীন রাজনীতিতে হস্তক্ষেপ ''




দুই পক্ষের বক্তব্য শুনেই আমাদের আমজনতার কেবল হাসি পাচ্ছে। তবে হাসি পেলেও সবাই একটা ব্যপারে আশাবাদী যে , সামনে হয়ত একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যক্ষ করার সৌভাগ্য আমাদের হবে। দিনশেষে জনগন শুধু চায় , তাদের ভোটে নির্বাচিত কোন সরকারকে ক্ষমতায় দেখতে।