পোস্টের শিরোনামের প্রশ্নে কে কি মিস করতে পারে তার একটা তালিকা তৈরী করার চেষ্টা করছি।
শায়মা - উনার সাজানো গোছানো তার্কিশ সুলতানাদের রাজকীয় টাইপ বাসা , লাল নীল হলুদ হালুয়া সহ আরো রাজকীয় খানা খাদ্যি এরপর কাকে দেখাবেন ? এইসব মিস করার দুঃখে তিনিতো আমার মনে হয় অসুস্থ হয়ে যাবেন
সোনাগাজী - ব্লগারদের দিনরাত বকাবাদ্য না করতে পারলে উনার দিন কাটবে কিভাবে ? কুটনামি, কুটকাচালিই উনার অবসর কাটানোর অন্যতম মাধ্যম। ব্লগকে আমার ধারনা উনি সব চাইতে মিস করবেন।
সাড়ে চুয়াত্তর - ভাবীকে লুকিয়ে চুরিয়ে প্রমীলা ব্লগারদের সাথে আড্ডা না দিতে পারলে কি উনার সামনে ভাত হজম হবে ?
জনৈক ট্যাগবীর- ব্লগারদের উঠতে বসতে বস্তি , ক্লাসলেস, জামাত শিবির, কাটমোল্লা গাইল দেয়ার এমন মোক্ষম স্থান কি ইহজীবনে আর কোথাও পাইবেন?
ভুয়া মফিজ - মাঝে মাঝে উদয় হইয়া ভারতীয় দালালদের যে দৌড়ের উপর রাখেন , তার কি হপে ?
আর ইউ - বেত হাতে তাড়া না করতে পারলে কি উনার ঘুম হবে ?
সায়মুজ্জামান - পীর, ফকির , মাজার নিয়ে ওয়াজ এরপর কাদের শোনাবেন? ফেসবুকে শুনাইতে গেলেতো দৌড়ানি খাবার সম্ভাবনা আছে ।
নিমো - এই ব্লগের যদি সবচেয়ে চতুর মাল্টিনিক ধারী কোন ব্যক্তি হন , তবে তা হচ্ছে নিমো। এরকম ধরা ছোয়ার উর্ধে আর কোন মাল্টি নিক ব্লগে নাই। তবে এইসব জারিজুরি এরপর আর কোথায় দেখাবেন ?
সোনাবীজ অথবা ধুলাবালি ছাই - উনার গান বাজনার কি হবে ? ফেসবুকে কি এসবের সমঝদার আছে ?
মাইদুল সরকার - ভাত, ভর্তা, পুডিং , পিঠার ছবি ,রেসিপি এরপর কোথায় আপ্লোড করবেন ?
কামাল১৮ - অগনতান্ত্রিক সরকারের (রাজতন্ত্রের সাথে কোণ পার্থক্য আছে কি?) গুনগান গেয়েও যে সমাজতান্ত্রিক সাজা যায় , তা এই ব্লগ ছাড়া আর কোথাও কি দেখানো সম্ভব ? অবস্য্য তিনি কইবেন যে তিনি নাস্তিক। এইটাই সবচেয়ে বড় প্রমান। কিন্ত এথিস্ট ও কমিউনিস্টের মাঝে যে বিড়াট ফারাক আছে , তা কি উনি জানেন? ফেসবুকে এইসব কইতে গেলেতো খবর আছে ইনার।
অর্ক- দুই চার খান সাদা কাল ছবি পোস্টাইয়া বিড়াট ফটোগ্রাফার সাজার এমন জায়গা তিনি আর কুথায় পাইবেন?
অনিকেত বৈ্রাগী তুর্য - এক পা ওপারে আর এক পা এপারে দিয়া তিনি এপারের ব্লগারদের নাস্তানাবুদ করতে চান সর্বদা।এই সুযোগ কি আর কোথাও পাইবেন?
ঢাবিয়ান - ক্যচাল যার সবচেয়ে প্রিয় টপিক , সেতো ক্য্যচালের অভাবে বিষন্নতায় আক্রান্ত হবে
কা-ভাকে নিয়ে কিছু লিখলাম না ব্যান খাওয়ার ভয়ে
আরো যার যা মনে আসে লিখে ফেলুন কমেন্টে।
অটঃ নিতান্তই ফান করার জন্য এই পোস্ট দেয়া। আশা করি সবাই এটাকে রম্য হিসেবেই নিবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৮:০৮