তারপর-
মহাশূন্যের মহত্তম মিত্যেরা একত্রিত হল;
সভ্যতার উচ্ছিষ্ট আত্মা তখন মৃতপ্রায়
সময়ের পালকিতে চড়ে খুঁজে ফিরছে,
পৌরাণিক ডাইনীর আস্তানা আর
তার অকালপ্রয়াত যাযাবর যৌবন।
তোমরা যাকে ভুলে গেছ হঠাৎ কর্রেই;
অথচ এমন একদিন ছিল যখন,
শুকনো পাতার মর্মরে ছিল তার
শতাব্দী বিস্তৃত বিপ্লবের ইতিহাস।
তারপর-
ফেরিওয়ালার দল হারিয়ে গেল জনান্তিকে
স্বপ্নের শিশু মরে যায় জন্মের আগেই,
তোমাদের পকেটে ভরা ক্ষণিকের সুখ;
আর অস্তিত্বহীন ভবিষ্যত পড়ে গেছে
ভুল সময়ের ভুল জলের স্রোতে।
তোমাদের কাছে তাই মুহূর্তটাই আসল
কেউ কি ভুলেও ভেবেছে কখনো?
আজ শুধুমাত্র আজই নয়
কিছুটা অতীতে ছিল, এবং-
কিছুটা আছে ভবিষ্যতে।
এবং,
কেবল কষ্টই পারে জাগাতে শ্রাবণ ঢল।
ইতিহাস মানে ইতিহাস
একবিংশ শতাব্দীর বক্ষে
মূর্তিমান সন্ত্রাস।
১৪/১০/২০১১
রাত ০৩.০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



