মনের খোরাক নিয়ে স্বপ্ন অনেক।
ভালো কাজের চিন্তা, কল্যানের চিন্তা, নিঃস্বার্থ-ফলপ্রসূ কিছু করার চিন্তাই আসলে মনের সর্বউৎকৃষ্ট খোরাক। একজন নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটান, দেখবেন সে আনন্দ অন্য যে কোনো আনন্দের চেয়ে অনেক বেশি। এটা হবে পারে সত্য উদঘাটন, হতে পারে রহস্য উন্মোচন। হতে পারে সাহিত্য চর্চা, ফুল-পাখি-গাছ, নদী, প্রকৃতি-পরিবেশ নিয়ে কাজ, হতে পারে অন্য কিছু। মোটকথা মনের খোরাক ফেইসবুকের গ্রুপমাত্র নয়; বাস্তব জীবনেও আমরা এক ঝাঁক সাদা মনের মানুষ একসাথে কাজ করবো। আমরা পরস্পর আইডিয়া শেয়ার করবো, গল্প করবো, আলোচনা করবো। হাসব, কাঁদব। অনেক স্বপ্ন দেখবো, একসাথে। গবেষণা-পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করবো। ঐক্য হবে আমাদের শক্তি। তথ্য-প্রযুক্তি হবে আমাদের অস্ত্র। আর কাজ করবো ভালোবেসে। মনের খোরাকের বন্ধুরা পরস্পরকে সহযোগিতা করবেন। চিন্তা, চেতনা, প্রজ্ঞা, রুচিশীলতা ও উদ্ভাবনী শক্তির দিক থেকে দিনে দিনে সমৃদ্ধ হবো আমরা। আর এই ভাবনা গুলোই “মনের খোরাক” সৃষ্টির উদ্দেশ্য।
আপনি যদি একটু কষ্ট করে ফেসবুক গ্রুপ মনের খোরাকে ঢু মারেন তাহলে তার Description এ উপরের কথাগুলো পাবেন। আর আমরা যারা মনের খোরাকের সদস্য তারা সবাই মনে প্রাণে লালন করি উপরের স্বপ্নগুলো। মনের খোরাক শুধুমাত্র একটা ফেসবুক গ্রুপ নয়, মনের খোরাক হল একঝাক তরুণের মিলিত একটা স্বপ্নের নাম, সবার সম্মিলিত ভালবাসার ফসল। মনের খোরাকে আমরা হাসি, কাঁদি, নাচি গাই। আমরা স্বপ্ন দেখি দিন বদলের। আমরা বিশ্বাস করি আমরা চাইলেই পারি পৃথিবীটাকে আর একটু বাসযোগ্য করে গড়ে তুলতে। পথের পাশে পরে থাকা শিশুটির মুখে হাসি ফোটাতে। আমাদের মাঝেই লুকিয়ে আছে হয়ত নতুন কোন রবীন্দ্রনাথ, জয়নুল জগদীশ কিংবা কোন মুক্তিদূত। শুধু প্রয়োজন সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলা। পর্দার আড়াল থেকে খুঁজে আনা আমাদের সেই হারানো মশাল। যা আমাদেরকে আলোকিত করবে। মুক্তি দেবে সকল অন্ধকার থেকে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের ভাবনাগুলোকে ছড়িয়ে দিতে চাই সর্বত্র । এই চাওয়া থেকেই জন্ম নিয়েছে “ভাবনার বাতিঘর”, মনের খোরাকের প্রথম সংকলন।
“ভাবনার বাতিঘর” শুধুমাত্র একটা ম্যাগাজিন বা বই নয়, এ হল আমাদের প্রাণের প্রতীক। আমাদের ভালবাসার বাতিঘর। আলোকিত ভবিষ্যতের প্রথম সিঁড়ি। আসুন আমাদের সাথে। এক সাথে পা ফেলি। একসাথে স্বপ্ন দেখি। সুন্দর আগামীর স্বপ্ন।
মনের খোরাক এর প্রথম সংকলন "ভাবনার বাতিঘর" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
এক নজরে ভাবনার বাতিঘর:
সম্পাদক: এস এম মঈন হাসান প্রিন্স
প্রচ্ছদ: শাকির আব্দুল্লাহ্।
মূল্য: ১৫০ টাকা
সংকলনটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার নন্দিতা প্রকাশনী(স্টল নং-৬০,৬১) এবং সংহতি প্রকাশনীর স্টলে(স্টল নং-২৮৩) |
সূচিপত্র -
স্ট্যাটাসে -
হৈ চৈ তাথৈ ,রিপা ,মঈনুল আহসান
সাবের ,হোসনে আরা বেগম , আবদুর নূর তুষার ,অধ্যাপক আনু
মুহাম্মদ ,যোনায়েদ সাকি ,জাহিদা খান ,অরুপ রাহী ,শান্তি অশান্তি ,মঈন হাসান প্রিন্স ,প্রবর রিপন ,ব্লু ভয়েস ,নাজিয়াত ইস্লাম ইশিকা ,কষ্টের জীবন ,তাসলিমা আখতার ,আফরোজা খানম,সাকিয়া রফিক ,ক্যান্ঙ্গারো জেক সহ আরো অনেকে।
-আর্টিকেলে -
শিমুল আফরিন,
সোহেল রানা ,
ফিরোজ আহমেদ,
যীশু মোহাম্মদ,
গোলাম আলী গুপ্ত,
মামুন স্টোনকোল্ড,
মাহবুবুল ইসলাম
চিঠি -
শিশির শাহরিয়ার ,মিশু
গল্প-
সুমাইয়া ইমাম তৃণা ,সাবরিনা সিরাজী তিতির , আবদুল মজিদ নাদিম ,হাফিজুর রহমান রিক (রিয়েল ডেমোন ) ,ভাস্কর চৌধুরী ,ফরিদ আহাম্মেদ রিদ ,তাসনিম তুলি ,সোহেল নওরোজ ,বাপ্পী জোয়ার্দার ,সৌমেন মিত্র ।
কবিতা -
মেহমুদ জয় ,সাজেদুল হক শুভ ,আহমেদ তানভির ,আসিফ ইকবাল,মুবীন রেজ ওয়ান ,বিনু রাজিয়া ,শ্রাবণী মিত্রা ,ধ্রুব তারা ,অদিতি নন্দী ,রেজাউল করিম বাবুল ,ফারহানা ফয়েজ রুনা ,নাইমা জাহান অর্পা ,সাঈদুল হক মিহির ,পথিক পথ ,ইশাকা হোসেন ,কাকন বিশ্বাস ,জাহিদুল ইসলাম আলামীন ,শাহাদাৎ শরীফ ,জলধারা মোহনা ,নন্দিতা মিথিলা ,কাজী ইকরাম রবিন ,সিদ্দিকুর রহমান রাকিব , হৈ চৈ তাথৈ ,জহির আশফাক ,নাসের বাবু ,সালেহ দিপু ,গোধূলী আলপনা ,শরিফ হোসাইন ,মৃন্ময় মিজান ,আলোর তপসী ,বিলাস খান ,ঘাস ফুল ,দূর্জয় বৈদ্য ,অন্তু তিশা ,সফিক রহমান।
"ভাবনার বাতিঘর" দেখছেন প্রিয় কবি মহাদেব সাহা।
"ভাবনার বাতিঘর" হাতে কথা সাহিত্যিক, কবি ভাস্কর চৌধুরী
প্রিয় শিক্ষক ও কবি ডঃ উপল তালুকদার আমাদের বইটি দেখছেন...
আমাদের বই দেখছেন অরূপ রাহী...
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



