এই যেমন ''মানালি থেকে লাদাখের পথে: '' (Click This Link) পড়ে অসম্ভব ভাল লাগল। অনেক প্রশ্ন মনের মাঝে আকু পাকু করছে, যা জানতে চাওয়ার উপায় নেই। কেইলং এ রাত্রি যাপন কেমন ছিল? টেন্ট এর অভিজ্ঞতা কেমন? খরচ বা পরিবেশ কেমন ছিল? আরো কত কি!!
‘ভারত ভ্রমন - বাংলা বিহার উড়িষ্যা পাড়ি দিয়ে আরব সাগরের তীরে গোয়া সৈকতে’ (Click This Link) পড়ে লেখক কে হাজারটা লাইক আর অনেক ধন্যবাদ দেবার লোভ সামলাতে পারছি না। পড়ে এতই ভাল লাগল যে এই জুলাই কেরালা ট্যুর প্লানের সাথে গোয়াও ইনক্লুডেড করে ফেললাম। কোন কথা নাই। গোয়া যেতেই হবে। অনেক তথ্যবহুল একটা পোস্টের জন্য লেখক কে আবারো ধন্যবাদ।। মনের মধ্যে অনেক প্রশ্ন আকু পাকু করছিল। কোন উপায় না দেখে এক বন্ধু কে বললাম, আমার হয়ে এই লিখাতে আমার প্রশ্ন গুলো করে আসতে। এভাবে আর কতদিন রে ভাই!!! :-& :-&
‘মেঘের রাজ্য মেঘালয়ে..' (Click This Link) পড়েই আমাদের শিলং ট্যুরের কথা মনে পরল। অসাধারণ সব ছবি আর চমৎকার বর্ণনা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। লেখক অনেক ভাগ্যবান বলেই শিলং এর আকাশে রংধনু দেখতে পেয়েছেন। আমরা যেটা পাইনি। তাকে অভিনন্দন না জানালে সেটা অন্যায় হবে!!
‘ইদুর মারলে জেল’ পড়ে একটা প্রশ্ন না করে থাকতে পারছি না। আচ্ছা! যাদের বাড়িতে ইদুরের উপদ্রব, তারা কই করবেন? দুধ কলা দিয়ে ইদুর পুশবেন??্
সব শেষে দুঃখ পেলাম ‘ঢাকা মেডিকেল ও বড়মার কষ্ট - (পর্ব-1)’ পড়ে। ঢাকা মেডিকেলের ফিমেল ওয়ার্ডের জঘন্য অবস্থার কথা নতুন করে আর বলার কিছু নেই। আর তেলাপোকা? সেতো ডিএমসির অবিচ্ছেদ্য অংশ। প্রায় দেখি তেলাপোকা মারার ওষুধ স্প্রে করা হয়, তাতে রোগী ও ডাক্তা্রদের প্রান যায় যায় অবস্থা সৃষ্টি হলেও তেলাপোকারা বীরদর্পে দিব্বি হেটে বেড়ায়। আশা করছি লেখকের বড়মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


