
পুতিনের সৈন্য বাইডেনের মিত্র ইউক্রেনের ভিতরে ঢুকে বসে থাকা মানে বাইডেন পুতিনের চেকে পড়া। অত:পর পুতিনের চার চাল বেলারুশ, চেচেন, ইরান ও আফগান। গতকাল সেলুনে সেভ করতে গিয়ে শুনি এক নিরিহ নাগরিক ইউক্রেনের বেকায়দায় পড়া নিয়ে কথা বলছে। একজন বলেছে জেলেনেস্কির উচিৎ ছিল বিনাযুদ্ধে রাশিয়াকে ইউক্রেন প্রদান করা। জেলেনেস্কির উপর জনতার ক্ষোভের কারণ বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি।
মুসলিম ভাই-বেরাদর পুতিনের পক্ষে থাকায় এবং জেলেনেস্কির পক্ষে ইহুদী থাকায় বাংলাদেশী নিরিহ মুসলিম নাগরিকগণ পুতিনের পক্ষে।বাংলাদেশী নিরিহ হিন্দু নাগরিক এ বিষয়ে নিরব।
পুতিন বাহিনী যেন ইউক্রেনে ঢুকতে না পারে বাইডেনকে এমন ব্যবস্থা নিতে দেখা যায়নি। আর পুতিনের চার চালের পাল্টা ব্যবস্থা বাইডেনের ক্ষেত্রে দৃশ্যমান নয়। সংগত কারণে কেজিবির নিকট সিআইএকে কোন ঠাঁসা দেখা যাচ্ছে। সুতরাং ইউক্রেন যুদ্ধে বাইডেনের পরাজয়ের আশংকা তৈরী হয়েছে বলে নিরিহ বাংলাদেশী দর্শকগণ মনে করে। তারা বলছে জেলেনেস্কি অযথাই যুদ্ধ করছে। এতে তার ক্ষয়-ক্ষতি বাড়া ছাড়া মূলত কোন লাভ নেই।
বিজ্ঞ ব্লগার শাহ আজিজ বলেছেন ক্রেমলিন জেগে থাকলেও হোয়াইট হাউজ ঘুমিয়ে নেই। তো তারা জেগেথেকে কোন মাছি তাড়াচ্ছে? আরে এ তো মৌমাছি। এতো হুল ফুটিয়ে ইউক্রেনের সব মধু লুটে নিতে এসেছে। ইহুদী যে পক্ষে থাকে অনেক মুসলিম তার বিপরীত পক্ষে থাকে। এক্ষেত্রে তারা ন্যায়-অন্যায়ের হিসাব করে না। সেজন্য কিছু মুসলিম পক্ষ লুটেরা পুতিন পক্ষে রয়েছে।
ইউক্রেনের বিশাল সম্পদ রাশিয়ার প্রয়োজন। লোভ থাকলেও আমেরিকা তাতে ভাগবসাতে পারছে না। ইউক্রেন জিতলে আমেরিকা ঋণের মাসুল হিসাবে কিছু পেত। কিন্তু ইউক্রেনের জিতার লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের নাগরিকগণ এর মধ্যে রিফিউজি হয়ে দেশে দেশে ফিরছে। অস্ত্রবল কম থাকায় তাদের এমন দূরবস্থা। ভবিষ্যতে ইউক্রেনের জন্য কি অপেক্ষা করছে, পরাধীনতা? ফিলিস্তিনিরা সেই কষ্টে ভুগছে বহুকাল। আমাদের স্বাধীনতা চিরজীবি হোক।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৩ ভোর ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




