
ভাবনার জগৎ জুড়ে তুমি আছো অন্তরিন
তোমার প্রকাশে লোকে বলে পরকিয়া
তুমি বসনি তোমার জন্য রেখে দেওয়া পাশের আসনে
এখন ভাবনায় তুমি কিন্তু পাশে আছে অন্য কেউ।
সে এখন রানী এ সংসারে
তোমায় আমার ত্রি সীমায় দেখলে সে ঝাঁটা হাতে তেড়ে আসবে
তাতে আমার বলার কিছুই থাকবে না
কারণ এটা তার অধিকার।
পাশে একজন ভাবনায় অন্য জন
আমি কি তবে দ্বিচারি?
কেন নষ্ট করলে আমার চরিত্র
কেন আমার পাশে তুমি বসলে না?
জীবনের হিসাব মিলেনি বলে
তুমি চলে গেলে অন্যপথে
তবে স্মৃতি হয়ে রয়ে গেলে
এখন যে রানী তার অধিকার আমাকে মানতে হয়।
প্রেমিক না স্বামী কে বড়?
কেউ কি দিবেন এ প্রশ্নের উত্তর?
তবে পরকিয়াকে সবাই ঘৃণা করে
তুমি যাওনা তবে হৃদয় ছেড়ে হে সাবেক প্রিয়তমা।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




