
সাদামাটা দুপুর বর্ণিল হয়ে গেল যখন তুমি এলে
ঝিরঝিরে বাতাসে বকুলেরা ঝরে পড়লো তোমার আমার উপর
বললে, দেখ ফুলেরা আমাদেরকে স্বাগত জানায়
চলনা প্রাণখুলে হাসি দুজনে।
কোথা হতে এত হাসি চলে এলো
তখন পৃথিবীটা ঝকঝকে মনে হলো
কে মেজেদিল পৃথিবীর মলিন বদন?
আমাদের হাসি? আবার হাসলাম প্রাণ খুলে?
এসো হাতটা ধরো শক্ত করে যেন ছুটে না যায়
তার আগে চল না বিয়েটা করে ফেলি?
তবে তাই চল বিয়েটা করে ফেলি
তারপর আর শুধু হাত ধরা নয়, বরং জড়িয়ে ধরা হবে।
জড়িয়ে ধরা হবে! দু’জনে আবার হাসলাম
সে হাসি ঝরঝরে ছিল বকুল ফুলের মত
তুমি বললে, তারপর বাচ্চা হবে
আমি বললাম, বাচ্চা বলবে, পাপা কোলে নাও
তারপর প্রতিদিন নতুন গল্প তৈরী হবে
বাচ্চাদের মিষ্টি কথার গল্প
তবে আর দেরি করা কেন?
চল বিয়ে করে ফেলি। তবেইনা আমাদের বাচ্চা হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




