তিনি ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পদ ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে গেছেন। পদের লোভে তিনি আবার ফিরে এসে ছাত্র-জনতার হাতে ধরাখেলে তিনি প্রাণটাই হারাতে পারেন। ছাত্র-জনতার হাত থেকে রক্ষা পেলেও তাঁর স্থান হবে জেল খানা।তারচেয়ে তিনি বাইরে আছেন, সেটাই বরং তাঁর জন্য ভালো।
প্রায় হাজার খানিক লোক হত্যা করে আওয়ামী লীগ একটা মহাসুকাজ করেছে। এখন তাদের সবার নামে হত্যা মামলা হচ্ছে।ভিনদেশী পাকিরা আমাদেরকে মেরেছে তার চেয়ে জঘণ্য হলো স্বদেশী BAL আমাদেরকে মেরেছে।এত্তগুলো হত্যাকান্ডের পর BAL এর ওদ্ধত্য দেখলে গাপিত্তি জ্বলে। ভারতের লেজে আগুন জ্বলে মনিপুরে। তারা কি BAL কে আবার ক্ষমতায় বসাতে যুদ্ধ করবে? সেকালে নাটকে বাকের ভাইয়ের ফাঁসি দেখে কষ্ট পেয়েছি, এখন সে বাকের ভাই হত্যা মামলার আসামী হয়ে ধরা খেয়েছে। পাকি হানাদারকে ছেড়ে দিয়ে বাংলাদেশীরা আফসুস করেছে, BAL হানাদারদেরকে তারা কি ছাড়বে? এখন নতুন রাজাকার হলো BAL এর সহযোগীরা।
একদা BAL এর রক্ষক ছিলো পুলিশ লীগ। এখন তাদের অবস্থা হলো ঠাডা পড়া বগার মত।তারা নিজেরাই এখন নিরাপত্তাহীনতায় ভোগে। BAL এর সমর্থকদের ব্লগ ও ফেসবুকে সাহসী পোষ্ট দেওয়া এবং তাদের বাস্তব সাহস এক রকম নয়। পুলিশ পক্ষে থাকার পরেও তারা তাদের নেত্রীর পলায়ন ঠেঁকাতে পারেনি।আর এখন পুলিশ যখন ফুলিশ হয়ে গেল তখন তারা তাদের নেত্রীর আগমণে স্বাগতম জানাবে কেমন করে?
একদা বিম্পি-জামায়াত বিদেশীদের সহায়তার অনেক আশা করেছে, কিন্তু কোন দিন তাদের সে আশা পূরণ হয়নি। এতকাল BAL তাদেরকে গরম তেলে ভেজেই গেছে। এখন BAL কে গরম তেলে ভাজার সময়। সবাই মিলে এখন সেটাই করবে। দৌড়ের উপর থাকা BAL এর লোকেরা একত্রিত হতে পারবে কি? তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমেরিকা ইউনুছের পক্ষে থাকলে ২৬ তারিখ কি ঘটবে? হয়ত ঘোড়ার ডিম ঘটবে। BAL এর এখন ঝরার সময়। অনেকেই বলছে তারা এখন আর BAL এ নাই। আশা করতে দোষ নাই। BAL এর আশা চলুক। এক সময় হয়ত আর BAL এর আশাও আর থাকবে না।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৯