
নতুন সরকার কিছু সুকাজ করে, জনগণের মন জয় করে, তত্বাবধায়কের হাতে ক্ষতা ছেড়ে, তারপর দল গঠন করে নির্বিাচিত হওয়ার চেষ্টা করতে পারে। তারপর নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় ফিরতে পারলে তাদের ক্ষমতার মেয়াদ নিয়ে কেউ কথা বলবে না। কারণ তখন জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতার মেয়াদ সাব্যস্ত করে দিবে।আর সঠিক লোক নির্বাচিত করার জন্য প্রথম দফায় কেউ ৫০% ভোট না পেলে প্রথম দু’জনের মধ্যে দ্বিতীয় দফা ভোট করা উচিত।তারপর ভালো লোকদের কোয়ালিশন ক্ষমতায় গেলেও বিষয়টা মন্দ হবে না।
বিগত সকরকার সমূহে যারা ছিলো তারা ছিলো স্বৈরাচার, রাজাকার ও হানাদার।সুষ্ঠ নির্বাচনে এদেরকে বাদ দিয়ে নতুন কোন সরকার পাওয়ার জন্য নতুন সরকারের নতুন দল আশাব্যঞ্জক হবে। তারপর নতুনদের কোয়ালিশনে কোন সরকার হলেও মন্দ হবে না।স্বৈরাচার, রাজাকার ও হানাদারদের শাসন জনগণ দেখেছে। তাদের থেকে তারা ভালো কিছু আশা করতে পারছে না। এদের মধ্যে ক্ষমতার লোভ প্রচুর। এদের জনতার সেবার মানসিকতা নগন্য। সেজন্য জনসেবকদের একটি দল প্রয়োজন। যারা রাষ্ট্রের মালিকানা ছিনতাই করবে না।
গণতন্ত্রে যদিও জনগণ রাষ্ট্রের মালিক। কিন্তু বাংলাদেশের প্রতিটি সরকার জনগণের সে মালিকানা জনগণের নিকট থেকে কেড়ে নিয়েছে। বিগত সরকার তো জনগণের সম্পদও পাইকারীভাবে লুন্ঠান করেছে। নতুন সরকারকে সহায়তা প্রদান করতে বিদেশীরা হাত বাড়িয়ে দিয়েছে। এরমাধ্যমে, এরা ভালো কিছু করুক। তারপর তারা তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে আশাকরি জনগণ তাদের কথা ভোটের সময় মনে রাখবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


