
সন্ধ্যাটা সাধারণ ছিলো
সেটা অনিন্দ সুন্দর হলো তোমার আগমনে
কথাগুলো শুনা যাচ্ছিলো মিহি
তা’ হৃদয়ে প্রবেশ করে গেঁথে যাচ্ছিলো।
হৃদয়ে গাঁথা তোমার অতীত কথন
মাঝে মাঝে হৃদয় থেকে শুনি
যাতে থাকে কষ্টের বিনাশ
সেই তুমি পাশে থাকলে বুঝতেই পার কেমন লাগে?
মুগ্ধতায় তোমার দিকে চক্ষু তুলি
অপরূপা! তাকিয়ে দেখি স্নিগ্ধতা
সেথায় মায়ার আবির মাখা
এবং সেটা সবার জন্য।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



