
বাচ্চারা ৫ আগস্ট স্বাধীনতা অর্জনের কথা বলছে। ট্রাম্প জয়ী হওয়ায় ট্রাম্প ও মোদী মিলে সেই স্বাধীনতা হরনের কথা অনেকে বলছে। শেখ হাসিনার সাথে বাচ্চারা জয়ী হলেও ট্রাম্প ও মোদীর সাথে তারা জয়ী হতে পারবে কি? উক্ত দুই মহাবীরের সাথে বাচ্চারা পরাজিত হলে তাদের অনেককেই উপরে চলে যেতে হবে বলে প্রতিয়মাণ হচ্ছে।বাচ্চাদের মহান নেতা প্রফেসর ইউনুস যুদ্ধের ময়দানে ঘুমিয়ে পড়েন কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ তাঁর বয়স হয়েছে।
জনগণ বলছে দেশে পরিবর্তন বলতে শেখ হাসিনার বদলে প্রফেসর ইউনুস এসেছেন ঘটনা এ পর্যন্ত। আর পরিবর্তন হলো বিম্পি-জামায়াত চাঙ্গা হয়েছে এবং আম্লিগ ঘুমিয়ে পড়েছে। পনের বছরের চেতনা জাগ্রত করার প্রচেষ্টার পর তারা অচেতন হয়ে পড়েছে। এদিকে বাচ্চারা উল্টা চেতনায় ঠিক কি বলছে তা’ অনেকের বোধগম্য হচ্ছে না। শেখ হাসিনাকে তাড়ানোর বিষয়টি সবাই বুঝেছে, তারপর বাচ্চারা এমন কিছু বলছে যা জনগণ বুঝতে পারছে না।
অনেকের কথায় মনে হচ্ছে মহান সম্রাট ট্রাম্প সুবেদার শেখ হাসিনাকে কিছু দিনের মধ্যে নিজ হাতে বাংলার মসনদে বসিয়ে দিবেন। কেউ কেউ বলছে শেখ হাসিনা বাংলার পর এবার ভারতের প্রধানমন্ত্রী হলে ভালো হবে। তারপর তাঁকে আম্রিকার প্রেসিডেন্ট বানালে আরো ভালো হবে। কারণ তিনি এক বনের এক বাঘিনী। মহান এ মহিয়সীর বাংলা ছেড়ে যাওয়ার সময় বাংলায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। যার জন্য দায়ী জামায়াত-শিবির দমনে মেঘা প্রকল্প বাস্তবায়ন হবে বাংলার মাটিতে। এর হাওয়া বাতাস বিম্পির গায়ে লাগতে পারে মনে করে তারা কি বলতে কি বলে বুঝতে পারছে না। কাঁচা মাথার কারণে বাচ্চাদের বিষয়টা বুঝতে আরো কিছু সময় লাগতে পারে।
জনগণকে কেউ কেউ ছাগলের তিন নম্বর বাচ্চা মনে করছে। যাদের জাতীয় পশু বাঘ তাদের ছাগলের সাথে তুলনা করা অপরাধ। এমনিতেও দেশটা জলে ডুবে যাওয়ার কথা অনেকে বলছে। তারপর না হয় হিন্দুরা ভারত যাবে। অন্যরা কোথায় যাবে? চিন্তার মাত্রা বেড়ে যাওয়ায় আমি চিন্তা করা ছেড়ে দিচ্ছি।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



