
জামাই এর পোষ্ট থেকে- ২০২৪ এর ভয়াবহ বন্যার ফলে ফেনীতে ক্ষতিগ্রস্থ রাস্তা নির্মাণ প্রকল্প এবং খাল পরিষ্কার কর্মসুচী পরিদর্শন। প্রকল্প বাস্তাবায়নকারী সংস্থা ইপসা Young Power in Social Action (YPSA)। ডোনারঃ WFP । বেনিফিশিয়ারিরাও অত্যন্ত কৃতজ্ঞ এই জন্য যে, ইপসা রাস্তাগুলো করে না দিলে তাদের এই রাস্তার উন্নয়নের কাজ হয়ত হতই না।
# টেলিভিশন সংবাদে জামাইয়ের নাম মাঝে মাঝে শুনা যাচ্ছে। এমনিতেও বড় জামাই ও ছোট জামাই সোস্যাল লিডার এবং মেঝ জামাই পলেটিক্যাল লিডার। বন্যায় মেঝ জামাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। জনগণ তার কাজে সন্তোষ প্রকাশ করেছে।
বিগত সরকারের আমলে খালগুলো সব দখল হয়ে গিয়েছিলো। সেজন্য ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুরের বন্যার পানি সহজে নামতে পারেনি। সরকারের উন্নয়নের জোয়ারে মাটি এসে খালগুলো সব ভরাট হয়ে গিয়েছিল। আমাদের বাড়ীর পাশের যেসব খালে আগে নিয়মিত নৌকা চলত। নৌকার শাসন আমলে সেইসব খাল অস্তিত্ব হারিয়ে ফেলে ছিল। শাসক দলকে কেউ কিছু বলার শাহস ছিল না। জিয়া খালকেটে ছিল বলে আওয়ামী লীগ খাল ভরাটে অবদান রেখেছে। ফলাফল হলো জনগণের ভোগান্তি। হাসিনা বলেছেন তিনি ভারতকে এমন দিয়েছেন যে তারা তা’ ভুলতে পারবে না। ভারত তাঁর কথা ভুলতে পারেনি। অন্য দিকে তাঁর দল রাস্তায় বাঁশ দিয়েছে। অধীক মূল্যে করা সেইসব রাস্তা সহজে নষ্ট হয়ে যায়। সেই রাস্তায় চলতে গিয়ে আমার দুই মেয়ে ও এক ভাতিজির বাচ্চা নষ্ট হয়ে যায়।
বিগত সরকার যে চেতনা সরবরাহ করেছে তা’ হলো দেশের জন্য যা করার তা’ বঙ্গবন্ধু একাই করেছেন। সেজন্য চার হাজার কোটি টাকা খরচ হয়েছে তাঁর মূর্তির পিছনে। এসব দেখে জনগণ বিরক্ত হয়েছে। সেজন্যই অবশেষে সরকারের বিরুদ্ধে জনজোয়ার সৃষ্টি হয়েছে। সামনে যারা সরকারে আসবে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত গড়ার কাজ করতে হবে।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



