
তোমার ছোঁয়া যেন অবারিত সুখ
দেহের প্রতিটি কোণে অথৈ শান্তি
ঢেউ খেলে বয়ে চলে উম্মাদনা
তপ্ত শ্বাসের তলে চাপা পড়ে স্বত্ত্বা।
ঘর্মাক্ত দেহ দোলা দেয় নিরন্ত
নব অস্তিত্ব প্রকাশ নৃত্যে তারপর
নিষাড় ঘুমের দেশে হারিয়ে যায়
এলিয়ে পড়া দেহ যুগল আনন্দে।
জেগে উঠে সাথীর ঘুমন্ত দেহে দৃষ্টি
দৈন্যতা হারিয়ে রাজসিক চিন্তার উদ্ভব
‘সে আমার সম্পদ’ ভাবনার নির্মোহ
স্রোত বয়ে চলে ধীর লয়ে- এটাই জীবন।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



