
গোলাপ তোমায় দেব? তা’ তোমার থেকে
অসুন্দর মনে হয়।কি দেব তোমায়?
পূর্ণিমার পূর্ণ চাঁদ? তাও জোছনায়
অতুল্য তোমার থেকে- হে অনন্যা তুমি।
আমি তো তৃষিত হই চিত্রপট এঁকে
তোমার! হৃদে একান্তে। সৃষ্টি মুগ্ধতায়
রজনীগন্ধার ঝোঁপে ভাবতে তৃষায়
নিজেরে হারায়ে ভাবি এ আমি কোথায়?
সেথায় তোমার সাথে কল্পণায় বসি
নিজেরে বিশাল কিছু মনে হয় খুব।
কোন এক রাজ কন্যা! মনে মনে হাসি
আমি তারে সাথী বলে করি অনুভব।
মনে মনে চলে কত কথাকথি কত
ফুল হয়ে তারা সব ঝরে অবিরত।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট।
অন্তমিল: কখখগকখখগঘঙঘঙচচ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



