
হাসিটা শেষতক ধরে রাখ নাকের নীচের ঠোঁটে
বাঁকা চোখে তাকিয়ে দেখে চমৎকার কিছু
তোমার মধ্যে জেগে উঠুক সৃষ্টির নেশা
সবাইকে বার্তা দাও তুমি আসছো নতুন সম্ভাবনা নিয়ে।
আমার মাঝে আছে তোমার প্রতি এক আকাশ ভালোবাসা
তাতে তুমি উড়ে বেড়াও নীল প্রজাপতি
তোমার রঙ্গিন ডানায় আটকে থেকে দৃষ্টি
তোমাতেই দেখতে চায় সাফল্যের স্বপ্নিল এক নয়া দীগন্ত।
তোমাকে পাওয়ার চেয়ে তোমার সুখ দেখায় আমার সুখ
সেজন্য তোমার হাসিতে আমার আনন্দ জোনাকি হয়ে আলো জ্বালে
সেথায় কল্পণা মালা গাঁথে হররোজ তোমায় না ভুলে মূহুর্তকাল
তাতেও শান্তিরা জড়ো হয়ে বলে চিরকাল ভালোবাসব তোমায় ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



