বৃষ্টি এলে মেঘ বালিকা ভিজতে থাক তুমি
জ্বর না উঠে সেই দিকেতে খানিক খেয়াল রাখ
আকাশ তলে নদীর জলে আনন্দ ঢেউ খেলে
তারাও ভিজে তোমার মত সুখের ভেলায় ভেসে।
প্রসারিত দু’হাত দিয়ে কাছে ডাক কারে?
দুরের নায়ে বসা নাকি তোমার আপন জন?
বক্ষে তারে ঠাঁই দিতে কি ডাকছ এমন করে?
নদীর মত গভীর তোমার নিখাঁদ ভালোবাসা।
আমি তোমায় চিনি মেয়ে মিষ্টি প্রেমের ফুল
সুঘ্রাণ তোমার ছড়িয়ে পড়ে জোছনা রাতে দেখি
মিষ্টি হাসির জোনাক জ্বলে তোমার মুখ পানে
রাতের পরি হয়ে তুমি ডানা মেলে উড়।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০