
কপালে হাত তুলে কি দেখছ দাঁড়িয়ে দূরে
জলরাশির উপর দিয়ে দৃষ্টি সনাক্ত করে কোন জলযান?
সেথায় প্রিয় আছে প্রিয়ার কল্পনা সাগরে সাঁতরে বেড়ান অবস্থায়
সামান্য জলে দাঁড়িয়ে প্রিয়া দেখছে সেই জলযান ক্রমাগত কাছে আসছে।
তোমার আপাদমস্তক একরাশ কবিতার ছন্দ
প্রিয় পেলে গিলে খাবে হয়ত তোমায় দেখে প্রেম ফোয়ারায়
মুগ্ধতার নির্মল আনন্দে তার; যেথায় সুখের প্রজাপতি উড়ে ডানা মেলে
বহুকাল পরে পেলে এমন গোগ্রাসে গিলার প্রবণতা দেখা যায় উত্তাল প্রিয় কামনায়।
তুমি সমর্পণে প্রস্তুত? কিঞ্চিত ছুটাছুটির পর
প্রিয় বাহু ডোরে আটকা পড়ে অবশেষে জলে ভিজে
মাথায় দেখা যাবে পেঁচানো্ তোয়ালের মুকুট; তখন রানী হয়ে তুমি
হেলেদুলে ঘুরে বেড়াবে এদিক সেদিক পরিতৃপ্ত মনে তৃতীয় কারো আগমন কল্পণায়।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



