somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে শীর্ষক বাণী চিরন্তনী অর্থাৎ Marriage Quotes :):)

২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২য় পর্ব

৩য় পর্ব


এই মহৎ বাণীগুলো ইংরেজিতে যতোটা রসময় ও উপভোগ্য, বঙ্গানুবাদে তা পাওয়া সম্ভব না। তবুও কিছু নীরস বঙ্গানুবাদ এর সাথে দেয়া হলো।

The guide to wife translations
বউয়ের কোন্‌ কথার কী অর্থ:):)

The wife says: We need
The wife means: I want
বউ বললো, এটা আমাদের দরকার
বউ এদ্বারা বোঝাতে চায়, এটা আসলে তারই দরকার।

The wife says: It's your decision
The wife means: The correct decision should be obvious
বউ বললো, এটা তোমার সিদ্ধান্ত।
বউ বোঝাতে চায়, সিদ্ধান্তটা অবশ্যই সঠিক হতে হবে।

The wife says: Do what you want
The wife means: You'll pay for this later
বউ বললো, তোমার যা খুশি তাই করো।
এর অর্থ একটাই : আপনাকে এর ফল পেতে হবে।

The wife says: We need to talk
The wife means: I need to complain
বউ বললো : তোমার সাথে কিছু কথা ছিল।
বুঝতে হবে : আপনার বিরুদ্ধে বউয়ের অভিযোগ প্রণীত হয়েছে।

The wife says: Sure... go ahead
The wife means: I don't want you to
বউ বললো, ঠিক আছে, করো...
তার মানে, আপনার বউ চান না আপনি ওটা করুন।

The wife says: I'm not upset
The wife means: Of course I'm upset you moron
বউ : আমি হতাশ নই।
অর্থ : আপনার স্ত্রী অবশ্যই ভেঙে পড়েছেন।

The wife says: You're ... so manly
The wife means: You need a shave and sweat a lot
বউ : তুমি তো বেশ চৌকষ!
অর্থ : শীঘ্র শেভ করে পয়-পরিষ্কার হতে হবে আপনাকে:(

The wife says: Be romantic, turn out the lights
The wife means: I have flabby thighs.
বউ : একটু রোমান্টিক হও সোনা... আর বাতিটা নিভিয়ে দাও।
অর্থ : বুঝে নিন, আপনার এখন কর্তব্য কী:)

The wife says: This kitchen is so inconvenient
The wife means: I want a new house.
বউ : রান্নাঘরটা খুব বিচ্ছিরি!
অর্থ : বাসা বদলে ভালো বাসায় উঠতে হবে:(

The wife says: I want new curtains.
The wife means: Also carpeting, furniture, and wallpaper!
বউ : নতুন পর্দা কিনতে হবে।
অর্থ : পর্দার সাথে কার্পেট, ফার্নিচার, দেয়ালচিত্রও আবশ্যিক:)

The wife says: Hang the picture there
The wife means: No, I mean hang it there!
বউ : ছবিটা ওখানেই টাঙ্গিয়ে দাও।
অর্থ : ওটা এখানে টাঙ্গাতে হবে।

The wife says: I heard a noise
The wife means: I noticed you were almost asleep.
বউ : কিসের একটা শব্দ শুনতে পেলাম!
অর্থ : তুমি কি ঘুমোচ্ছ? কাল কিন্তু ছুটির দিন:) এই রাত তোমার-আমার।

The wife says: Do you love me?
The wife means: I'm going to ask for something expensive.
বউ : তুমি কি আমাকে ভালোবাসো না, লক্ষ্মীটি?
অর্থ : আপনার স্ত্রী অনেক দামি একটা উপহার চাইবার প্রস্তুতি নিচ্ছেন কেবল, এর বেশি নয়:)

The wife says: How much do you love me?
The wife means: I did something today you're not going to like.
বউ : তুমি আমাকে কতোটুকু ভালোবাসো, আমার জান?
অর্থ : আপনার স্ত্রী আজ এমন একটা অপকর্ম করেছেন, যা আপনার পছন্দ হবে না:(

The wife says: I'll be ready in a minute.
The wife means: Kick off your shoes and take an hour nap.
বউ : আমি এক মিনিটের মধ্যেই রেডি হয়ে আসছি:)
অর্থ : আপনি জুতা খুলে আপাতত ঘণ্টাখানেক ঘুমোতে পারেন; প্রসাধনীতে স্ত্রীরা খুব বেশি সময় নষ্ট করেন না! হাঃ হাঃ হাঃ:):):)

The wife says: Am I fat?
The wife means: Tell me I'm beautiful.
বউ : আমি কি মুটকি?
অর্থ : প্লিজ বলো না, আমি খুব সুন্দরী:)

The wife says: You have to learn to communicate.
The wife means: Just agree with me.
বউ : তোমাকে শিখতে হবে কিভাবে ভাব বিনিময় করতে হয়।
অর্থ : ঠিক ঠিক আমার কথায় একমত হও।

The wife says: Are you listening to me?
The wife means: [Too late, you'r doomed.]
বউ : তুমি কি আমার কথা শুনছো?
অর্থ : তুমি গেছো!

The wife says: Yes
The wife means: No
বউ যখন কোনো কথায় 'হ্যাঁ' বলেন, ধরে নিতে হবে তিনি তাতে 'না'ই বলেছেন:)

The wife says: No
The wife means: No
বউ : না
এটা সত্যিই 'না'।

The wife says: May be
The wife means: No
বউ : হতে পারে।
অর্থ : এটা করো না।

The wife says: I'm sorry
The wife means: You'll be sorry
বউ : আমি দুঃখিত।
অর্থ : এটার জন্য তোমারই 'দুঃখিত' বলা উচিত ছিল:)

The wife says: Do you like this recipe?
The wife means: You better get used to it.
বউ : এই রেসিপিটা তোমার কেমন লাগে?
অর্থ : এখন থেকে নিয়মিত এই রেসিপিতেই রান্না হবে; ভালোয় ভালোয় অভ্যাস করে ফেলুন:)

The wife says: Was that the baby?
The wife means: Get out of bed and walk him
বউ : কে কাঁদলো? আমাদের বাবুটা না?
অর্থ : খাট থেকে দয়া করে নেমে বাবুকে নিয়ে আসো, যাও।



In answer to the question "What's wrong?"

The wife says: The same old thing.
The wife means: Nothing.

The wife says: Nothing.
The wife means: Everything.

The wife says: Nothing, really.
The wife means: It's just that you're an idiot.

The wife says: I don't want to talk about it.
The wife means: I'm still building up steam.

এ অংশের বাংলা করলাম না, এর রস একটুও থাকবে না মনে করে। তবে কোনো পাঠক সরস বঙ্গানুবাদ করে দিলে এ্যাড করে দেব:)



সূত্র : ইন্টারনেট
তরল বাংলা : পোস্টদাতা:):)
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

ঝিনুক ফোটা সাগর বেলায় কারো হাত না ধরে (ছবি ব্লগ)

লিখেছেন জুন, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:০৯

ঐ নীল নীলান্তে দূর দুরান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। ১৯২৯ সালে রবার্ট মোস নামে এক ব্যাক্তি লং আইল্যান্ড এর বিস্তীর্ণ সমুদ্র... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ অপেক্ষা

লিখেছেন রানার ব্লগ, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২৩



গরমের সময় ক্লাশ গুলো বেশ লম্বা মনে হয়, তার উপর সানোয়ার স্যারের ক্লাশ এমনিতেই লম্বা হয় । তার একটা মুদ্রা দোষ আছে প্যারা প্রতি একটা শব্দ তিনি করেন, ব্যাস... ...বাকিটুকু পড়ুন

×