গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে গান দুটি আমি জীবনে সর্বপ্রথম শুনেছিলাম, তা হলো চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না এবং আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমায় ভালোবেসে। এর মধ্যে প্রথমোক্ত গানটি শুনি কোনো এক তরুণের মুখে। যদ্দূর মনে পড়ে, স্কুল ছুটির পর বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে অথবা এমনি বাড়ির সওদা করার জন্য বাজারে গিয়েছি। একটা দোকানে কেনাকাটা করছি। সেই দোকানে দোকানির পাশে এক লোক বসা ছিলেন। তিনি হঠাৎ এই গানটি গেয়ে ওঠেন। ঐ ছোট্ট বয়সেই গানের এ কথা ও সুর আমার খুব ভালো লেগে যায়। এর পর মাইকে এ গান শুনি প্রাইমারি স্কুলের কোনো এক অ্যানোয়াল স্পোর্টসের দিন। একই সাথে পর পর এ দুটি গানই বাজতো মাইকের রেকর্ডে এবং আমি তন্ময় হয়ে গানদুটি শুনতাম।

সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন ছবির গান, গেয়েছেন আধুনিক, এবং রবীন্দ্র ও নজরুল সঙ্গীতও গেয়েছেন তিনি। অদ্ভুত মিষ্টি কণ্ঠের গান বাংলা সঙ্গীত ভুবনকে করেছে বহুগুণে সমৃদ্ধ। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সাথে পাল্লা দিয়ে গেয়েছেন তিনি এবং বাংলা গানে লতা বা সন্ধ্যা, কার অবদান বেশি, তা বিশ্লেষণ করে বের করতে গেলে বিশ্লেষকগণ গলদঘর্ম হয়ে শেষ পর্যন্ত বলতে বাধ্য হবেন, বাংলা গানে দুজনই ছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী, কেউ কারো চাইতে কম ছিলেন না। গানে গানে তারা দুজনেই সঙ্গীত পিয়াসুদের মনে ও মননে এক নতুন ভুবন গড়ে তুলেছিলেন।
তাঁর আরেকটি বড়ো পরিচয় হলো, তিনি একজন অসামান্য সুরকারও ছিলেন। উইকিপিডিয়া জানাচ্ছে, 'গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (এছাড়াও সন্ধ্যা মুখার্জী (৪ অক্টোবর ১৯৩১- ১৫ ফেব্রুয়ারি ২০২২) একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।'
এই পোস্টে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জনপ্রিয় গানগুলো শেয়ার করা হলো। এ মিউজিক ভিডিওগুলো আমার সম্পাদনা করা এবং আমার চ্যানেলেই আপলোড করা। এতে সংশ্লিষ্ট ছায়াছবি ছাড়াও অন্যান্য ছায়াছবির স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে, যা দ্বারা গানের থিম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কোনো কোনো মিউজিক ভিডিওতে বাংলাদেশ ও ভারতের সেলিব্রেটি ফিমেইল অ্যাক্ট্রেসদের ছবি ব্যবহার করা হয়েছে।
এ পোস্টে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনেকগুলো ছবি শেয়ার করা হলো। ছবিগুলো ইন্টারনেটের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার সঠিক লিংক টুকে রাখা সম্ভব হয় নি।

















চলুন, গানে যাওয়া যাক।
১
হয়ত কিছুই নাহি পাব
২
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা - সন্ধ্যা মুখোপাধ্যায়
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, ফটোমিক্স-১ - প্রিয়াংকা বিশ্বাস
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, ফটোমিক্স-২ - প্রিয়াংকা বিশ্বাস
৩
ওগো মোর গীতিময়
৪
তুমি না হয় রহিতে কাছে
৫
এ শুধু গানের দিন
৬
আমি তোমারে ভালো বেসেছি
৭
গানে মোর ইন্দ্রধনু
৮
কে তুমি আমারে ডাকো
৯
দিবস-রজনি আমি যেন কার আশায় আশায় থাকি
১০
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
১১
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে
১২
আমি তার ছলনায় ভুলবো না
১৩
আর ডেকো না সেই মধু নামে
১৪
কেন এ হৃদয় চঞ্চল হলো
১৫
হয়ত কিছুই নাহি পাব
১৬
খোলা আকাশ কি অত ভালো লাগতো
আবিদা সুলতানার এটাও শুনুন/দেখুন : সাদা কাগজটার মূল্য কি বলো
১৭
ঝরা পাতা ঝড়কে ডাকে
১৮
দিবস-রজনি আমি যেন কার
১৯
দিবস-রজনি আমি যেন কার
২০ বোনাস - একটি প্রোমো - এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর
এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর



সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




