
তারেক নামটা শুনলে আপনার মনে কি ধরণের একজন মানুষ ভেসে উঠে? হাওয়া ভবনের ডাকাতদের সর্দার, শেরে বাংলার চেয়েও বড় ১ জন রাজনীতিবিদ, মিলিটারীর বুটের লাথি খাওয়া এক ক্রিমিনাল, ১০ ট্রাক অস্ত্রের মালিক মাফিয়া, মাফিয়া বস দাউদ ইব্রেহিমের বাংলাদেশী সাগরেদ, মেজর জিয়ার ছেলে, ক্রিমিনাল ব্যবসায়ী মানুনের বিজনেস পার্টনার, দর্শনার কেরু কোম্পানীর মালিক, বেগম জিয়ার ছেলে, মির্জা ফখরুলের বস, আপনার পছন্দের রাজনীতিবিদ, ভারতীয় গোয়েন্দা সংস্হার টার্গেট, আসামের উলফার অস্ত্র সরবরাহকারী, আপনার চেয়ে জ্ঞানী ১টি বাংলাদেশী চাঁদাবাজ, যে এবারের বিএনপি এমপি কেন্ডিডেটদের নমিনেশন দিবে?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



