নিজের ভাষায় কথা বলতে বোধ করি সবচে বেশি আনন্দ হয়। আর লেখা, সেই ভাষায়, নিঃসন্দেহে আনন্দের জোয়ার বইয়ে দেয় মনে, ঠিক যেমন প্রথম প্রেমপত্রের ক্ষেত্রে হয়ে থাকে।
আমার ব্লগ লেখার অভিজ্ঞতা খুবই সিমীত। কিন্তু মনের গহিনের বিভিন্ন বিষয়ের চিন্তা হয়তবা ঠিক ততটাই প্রসারিত, যদিও তা সর্বদা রয়েছে অপ্রকাশিত।
ইলেক্ট্রনিক বাংলায় আমার প্রথম হাতেখড়ি ৮০-র দশকে বেলজিয়ামে, যখন আমি প্রথম Font-o-Grapher দিয়ে বাংলা অক্ষর তৈরী করতে শিখি। তখন বুলেটিন বোর্ড ছাড়া wysiwyg ব্রাওজার ছিল না, তাই চেষ্টা থাকা সত্তেও এর প্রসার ঘটানোর কোনো সুযোগ পাচ্ছিলাম না। পড়াশুনায় নিবিষ্ট থাকতে গিয়ে আমার এই আনন্দও বেশিদিন স্থায়ী হয় নাই।
দেশে ফিরে আসার পর জনাব মোস্তফা জব্বার সাহেবের বাংলা প্রয়াস দেখে খুবই ভাল লাগল। কিন্তু লিখনপদ্ধতির complexity-র কারনে আমার বাংলা লিখা ও তার প্রয়াস সেই তিমিরেই রয়ে গেল।
অবশেষে, যখন আমি বাংলা থেকে অনেক দূরে, তখন এক সময় অভ্র আবিষ্কৃত হল। তার কিছুদিন পরে, আমি যখন Nigeria-তে কর্মরত, সেখানকার আরেক বাঙালি বন্ধু আমাকে অভ্র সম্বন্ধে সম্যক জ্ঞান দান করল।
তারপর, দেশে ফিরে somewhereinblogs সাইট থেকে অভ্র খুজে নিজের কম্পিউটারে install করলাম। ফনেটিক পদ্ধতির সহজ সারল্যতে শুরুতেই বেশ মজা পেলাম। সেই থেকে আমার বাংলা লিখার চর্চা শুরু হল।
তারপর, সম্প্রতি, আরেক বন্ধুর কথানুযায়ী বাংলায় ব্লগ লিখতে উদ্বুদ্ধ হলাম। এটা আমার প্রথম বাংলা ব্লগ, তবে আশা করছি শীঘ্রই আপনাদের কিছু ভাল উপহার দিতে পারব।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



