মানুষের দেশে সারাক্ষণ ঝগড়া-বিবাদ লেগেই থাকে। একটু কিছু হলেই সবাই শুধু রেগে যায়, বকাবাজি করে, ঝগড়া করে আর মারামারি শুরু করে দেয়। সবাই শুধু অস্থির। কোন শান্তি নাই।
পরীর দেশে কিন্তু ঝগড়া মারামারি নাই। সবাই মিলে মিশে সুখে-শান্তিতে বাস করে। তাই বলে সবসময় যে এমন ছিল তা কিন্তু না। আগে পরীর দেশেও ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। তারপরে আমাদের রাজা একটা মন্ত্র আবিস্কার করল। যখনই কেউ ঝগড়া করবে তখনই তার সামনে গিয়ে মন্ত্রটা পড়ে তিন তিনবার ফু দিয়ে দিতে হবে। তাহলেই সব ঠান্ডা।
আর কোন ঝগড়া-বিবাদ, মারামারি নাই। শুধু শান্তি আর শান্তি।
তোমাদের চুপ চুপ করে আমি মন্ত্রটা শিখিয়ে দিয়ে গেলাম। সবসময় সাথে সাথে রেখো। আর ঝগড়া, মারামারি করো না, বুঝলে?
কাটি কুটি মাটি ঠেলি
চেপে গেলি বসে গেলি
কিংকিরি মিংকিরি হচ্ছেন হও
অলংগে ফলংগে যাচ্ছেন যাও
কুংখু ফুংখু খুড়েরই ঘাও
অনুমানে বুঝি তুমি মারিবারে চাও
ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



