আমায় কি তুমি চিনতে পারোনি?
নীল আকাশের মেঘের ভেলায় ছোট্ট রাজকুমারী আমি
আমি বাবুই-চড়ুই-টিয়ে আর ময়নাদের সই,
আমি প্রেম, আমি মমতা আর বাঁধন
আমি মায়া, আমি ছলনা-মিথ্যে কুহক
আমি মরীচিকা, আমি আশা আর ভালবাসা।
ভোরের স্নিগ্ধ শিশির আমি,
আমি সিঁদূর রাঙা সাঁঝের আকাশ
ভরা যৌবনে পূর্ণিমার রূপালী চাঁদ আমি-
আকাশের এক কোণে একলা পড়ে থাকা ছোট্ট টিমটিমে তারা।
পাহাড়ী ঝর্ণা আমি
আমি ছোট্ট নুড়ি পাথর-
কৃষ্ণচূড়া আর স্বর্ণলতার ভালবাসা আমি
আমি গাছের শাখার না বলা কথা কওয়া বাতাস,
শ্রাবণ মেঘের কান্না আমি
আমি বোশেখের দমকা পাগলি হাওয়া।
আমি নদী, পাগলপারা
সমুদ্র আমার ঠাঁই।
বসন্তের বিরহী কোকিল আমি
আমি পিউ পাপিয়ার নয়নের জল।
আমি নিষ্ঠুর, হৃদয়হীনা, আমি পাষাণী
আমারই প্রেমে ফুলে-ফলে, হাসি-গানে পূর্ণ পৃথিবী
ভোরের ঝলমলে রোদে ছোট্ট একটি লাল গোলাপ আমি।
আমি নারী
আমি রহস্যময়ী।।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১০ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



