বারান্দায় এসে দেখি সোনালী বিকেল
নীল আকাশে ভেসে বেড়ায়
টুকরো টুকরো মেঘ।
আমি চোখ মেলে দেখি
আকাশ আর আলো,
বন্ধ চোখের পাতায় ছুঁয়ে যায়
মিষ্টি হাওয়া এলোমেলো।
প্রজাপতি চোখ শুধু উড়ে উড়ে
ঘুরে ঘুরে দেখছে পৃথিবী;
তারপর চেয়ে দেখি গলির ওই মোড়ে
আমার স্বপ্নের রাজকুমার-
অলস পায়ে হেঁটে আসছে সে
উদাস আনমনে,
জানি না কোথায় সে চেয়ে আছে-
দূরে, বহুদূরে
বেজে উঠল মাদল বুকের ভেতর
বেড়ে গেল হৃদস্পন্দন
বারান্দার গ্রীল আকড়ে ধরা আঙুল
কাঁপছে থরথর।
আজ তবে খুলে গেল মনের জানালা,
হাজার বছরের চেনা
অদেখা সেই মুখ দিল দেখা;
আমি দেখেছি তারে, আমি চিনেছি
কানের কাছে সেই চিরচেনা সুরটা
বাজিয়ে গেল বাঁশি,
আজ আমি জানি
ভালবাসি ভালবাসি।।
মনে মনে সুর সম্মোহনী-অজানা সুরের আবেশ
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১০ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



