যদি বন্ধু হও হাতটা বাড়াও......অনেকদিন আগের একটা এড । এখন বন্ধু হওয়া লাগেনা, এমনিতেই হাত বাড়ানো থাকে, খালি ধরার অপেক্ষা । মাগার জিনিসটা কি ?
আমি আসলে ছিনতাইকারি মামাদের কথা বলতে চাচ্ছিলাম । যারা নানাবিধ কৌশলে তাদের কুকর্ম জারি রেখেছেন । কিছু বলতেও হবেনা, শুধু ওনারা ওনাদের মওকা বুঝেই আপনার খেদমতে হাজির হয়ে যাবেন । কোথায় নেই তারা ? বাসষ্ট্যান্ড, গলি-ঘুপচি...সর্বত্র বিরাজমান । সরকার মাঝে মাঝেই হুংকার দেয়, কিন্তু তাতে তাদের বয়েই গেছে ! বেশি বাড়াবাড়ি দেখলে কয়েকদিন ক্ষান্ত দেয় তারপর, আবার পূর্ণউদ্যমে খেল শুরু হয়ে যায় ।
নিস্তারের তেমন কোন উপায় হয়তো নেই, এই দেশে হবে বলেও মনে করিনা । তবে কিছুদিন পূর্বে এক বন্ধু বলেছিল: সি.এন.জি চালকবেশের ছিনতাইকারির হাত থেকে বাচতে হলে, সি.এন.জিতে উঠার আগে পরিচিত কাউকে ফোন করে সি.এন.জির নাম্বারটা বলে দিবে । তাহলে ছিনতাই হলেও পরে ট্র্যাক করা যাবে । বাহ: ভাল বুদ্ধিতো ! আমি এখন নিয়মিতই এটার চর্চা করছি । কে কি করলো/করবে ভরশায় থাকার চাইতে আমরা আমাদের মত আত্বরক্ষার নতুন কলাকৌশল জারি রাখবো । ডিজিটাল যুগে ডিজিটাল ভাবনার জয় হোক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



