
ব্লগার চাঁদগাজী কিংবা সোনাগাজী। পৃথিবীর যারাই বাংলাব্লগ লিখে, পড়ে, বা ব্লগে আনাগোনা আছে সকলেই নামটার সাথে পরিচিত। আমি ব্লগে আসতাম না। ব্লগে কি হয় কেন হয় এগুলো নিয়ে কোন ধারণা ছিলনা। তাছাড়া আমি ব্লগারও না। আমাকে ফেসবুকার বলা চলে। তবে ব্লগে যেহেতু কাকের ট্যাং বগার ট্যাং কিছু লিখি, মন্তব্য করি, অন্যের পোস্ট পড়ি তবে নাম মাত্র ব্লগার বলা যেতে পারে। তবে ব্লগার চাঁদগাজীকে চিনেনা, উনার ব্লগে যায়না এমন ব্লগার পাঠক সামুতে একজনও নেই। ব্লগ বন্ধ হয়ে যাবে কথাটি যখন পুরনো ব্লগাররা ফেসবুকে জানেন, তখন অনেকে মন্তব্য করেছেন চাঁদগাজী আছেন বলে ব্লগে এখনো মজা আছে। চাঁদগাজীকে যখন ব্যান করা হয় তখন অনেক ব্লগার ব্লগে ইনএক্টিভ হয়ে যান। ব্যান মুক্ত হওয়ার পরপরই আবার ফিরে আসে। ফলে ব্লগ জমজমাট হয়ে উঠতে থাকে। সামু ব্লগকে জমজমাট ও প্রাণবন্ত করে রাখতে তার অবদান অসামান্য। চাঁদগাজী নিক কতবার হিট হয়েছে আমার জানা নেই। তবে সোনাগাজী নিকটি ২ বছরে ১৭-১৮ মাস ব্যান থাকার পরও ৪ লক্ষের বেশি বার দেখা হয়েছে। চাঁদগাজী নিক থেকে সম্ভবত ৯৮ হাজার মন্তব্য করা হয়েছে। সোনাগাজী নিক থেকে ২২ হাজার মন্তব্য করা হয়েছে টোট্যাল ব্লগিং সময়ের শতকরা ৭০ ভাগ সময় ব্যান থাকার পরও। যা সামহোয়্যারইন ব্লগের এক অসাধারণ রেকর্ড। এমন নজিরবিহীন ব্লগিং এর আগে সামুতে কেউ করছেন কিনা আমার জানা নেই।
আমার প্রিয় ব্লগার হাসান মাহবুব ১৬ বছরে সম্ভবত ৭৩ হাজার মন্তব্য করেছেন। মন্তব্য একটি ব্লগের প্রাণ। যারা ব্লগারদের পোস্টে নিরলস ভাবে মন্তব্য করেন তাদের ধন্যবাদ জানাই। কিছু ব্লগার তাদের পছন্দের ব্লগারদের পোস্টে শত শত মন্তব্য করেন অথচ প্রথম পাতার ৯০% পোস্টে মন্তব্য নেই। ব্লগার সোনাগাজী সবার পোস্টে গড়ে ৩/৪ টা মন্তব্য করেন। বিষয়টি সুন্দর।
যাই হোক, দীর্ঘ ৪ মাস পর প্রথম পাতায় ফিরে এসেছেন ব্লগার সোনাগাজী বা চাঁদগাজী। আশা করছি এবার ব্লগ জমে উঠবে।
ব্লগার সোনাগাজীর প্রথম পাতায় ফেরা উপলক্ষে সামান্য খানাপিনার আয়োজন:














হ্যাপি ব্লগিং।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৪ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



