বাংলালিঙ্ক তো কয়দিন পরে তাদের এড নিয়ে মিউজিক ভিডিও ও বানাইতে পার্বো।
যেই হারে তাদের এডে নাচাগানা দেখানো হয়।কিন্তু আজকে এক এড দেখলাম।নায়িকা কেয়ার!
ওরে বাবা।এরকম ড্রেসআপের এডঃ ওটিভিতে দেখায় নাকি আজকাল?
সুরেশ খাটি সরিষার তেলের ভাল্গারে পরিপূর্ন এক এড।
সেন্সর বোর্ড শুধু সিনেমাতে না।নাটক এডেও আজ এর প্রয়োজন হইয়া গেছে।
ইমার্জেন্সি।
জনগনের বুঝার সুবিধার্থে এডখানাও দেওয়া হইল।
আমার দেওয়ার কোন ইচ্ছা আছিলনা
এখন আপনেরাই বলেন এরকম মেকারদের কি করা উচিৎ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


