রাজাকার কামারুজ্জামানই বোধহয় ইতিহাসের প্রথম শহীদ হতে যাচ্ছে যে কিনা মরার আগেই তার ভক্ত ফাকি ছাগুরা তারে শহীদ বানিয়ে দিছে।
কামারুজ্জামানের জারজ পোলা ওয়ামী একদিন এই ব্লগেই মুক্তিযোদ্ধাদের গালি দিয়েছিলো।এই ব্লগেই চ্যালেঞ্জ দিয়েছিলো তার বাপের নাকি বিচার বাংলার মানুষ করতে পারবে না?
কোথায় তুমি ওয়ামী এখন?দেখে যাও তোমার বাপেরে কেমনে চান্দে পাঠানো হচ্ছে।
ওয়ামী ভি সাইন দেখিয়েছে জানি না কি কারনে।তবে আমরাও আজকে ভি সাইন দেখামু এই ভি সাইন মানে ভিক্টরি ভি মানে ভোদকা দিয়া উদযাপন করবো।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



